Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বিশ্বকাপের আগে স্বস্তির জয়

শনিবারের ম্যাচের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও ওপেনিংয়ে শতরানের জুটি উপহার দেন সৌম্য-তানজিদ। ছবি : ক্রিকইনফো
শনিবারের ম্যাচের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও ওপেনিংয়ে শতরানের জুটি উপহার দেন সৌম্য-তানজিদ। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা উড়িয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১০ উইকেটের বড় জয়ে ছেয়ে যাওয়া হতাশাও কাটানো গিয়েছে কিছুটা। শনিবার মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা স্পেলে স্বাগতিকরা ৯ উইকেটে ১০৪ রানে আটকে যায়। জবাবে ১১.৪ ওভারে বিনা উইকেটে ১০৮ করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টানা তিন টি-টোয়েন্টি হেরে সমালোচনায় বিদ্ধ ছিলেন নাজমুল হোসেন শান্তরা। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের ঐতিহাসিক লজ্জায় দলের হতাশাও বেড়ে যায় অনেক। প্রশ্নবিদ্ধ হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। ২০২২ বিশ্বকাপের চেয়ে এবার ভালো করার স্বপ্নে লাগে জোড় ধাক্কা।

সিরিজের শেষ ম্যাচে তাই জিততেই হতো বাংলাদেশকে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই। আর সে কাজটি দাপটের সঙ্গেই করতে পেরেছেন ক্রিকেটাররা। এবার কিছুটা স্বস্তি নিয়ে বিশ্বকাপে পা রাখতে পারছে বাংলাদেশ।

সিরিজ জুড়েই বাংলাদেশ টপঅর্ডারকে কঠিন সময় পার করতে হয়েছে। শেষ ম্যাচে ভালো করার দৃঢ় প্রতিজ্ঞা পারফরম্যান্সে দেখিয়েছেন ব্যাটাররা। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার মিলে এদিন কোনও অঘটন হতে দেননি। দলকে জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন।

তামিম ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি করে অপরাজিত ছিলেন ৫৮ রানে। ৪২ বলের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার। এছাড়া সৌম্য সরকারও ঝড়ো ব্যাটিং করেছেন। ২৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৩ রানে অপরাজিত ছিলেন।

এতে টানা দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে ১০০ রানের বেশি করলেন সৌম্য-তানজিদ। তিন ম্যাচ আগে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ১০১ রানের জুটি গড়েছিলেন এ দুজন। এবার ১০৮ রানে অপরাজিত তারা।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। ১০ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা স্পেলও গড়েছেন। এতদিন সাকিব আল হাসানের ২০ রানে ৫ উইকেট ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং। ২২ রানে ৫ উইকেট নেয়া ফিজ ছিলেন দ্বিতীয়। শনিবার নিজের নামে রেকর্ড গড়লেন মোস্তাফিজ।

এছাড়া বোলিংয়ে এক উইকেট নিয়ে সাকিবও বিরল রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টির ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেট ও ১৪ হাজারের বেশি রান করার কৃতিত্ব তার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত