Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

বিশ্বকাপের জন্য সর্বোচ্চ চেষ্টা সাইফউদ্দিনের

সাইফউদ্দিন
[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র একটি সিরিজ সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণ করার। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে ভালো করলে মিলবে ২০২৪ বিশ্বকাপ টিকিট। সাইফউদ্দিনের মনে আছে ঠিক কি কারণে ২০২২ বিশ্বকাপে সুযোগ হয়নি তার। তাই এবার আর ভুল করতে চান না। বিশ্বকাপ দলে সুযোগ পেতে সর্বোচ্চ পারফর্ম করছেন তিনি।

গত বিপিএলে ব্যাটে-বলে ভালো করে আবার আলোচনায় এসেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব লেগ স্পিনারের অভাবের মতোই। সেখানে সাইফউদ্দিন আশার ফুল হয়ে দেখা দিয়েছিলেন। কিন্তু ধারাবাহিক পারফর্ম করতে না পারায় আশাহত করেন সবাইকে।  

তাই ২০১৯ ওয়ানডে ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। ২০২৪ বিশ্বকাপের আগে আবার ফেরায় জায়গা হারাতে নারাজ সাইফউদ্দিন। জানিয়েছেন বিশ্বকাপের জন্যই বেশি সিরিয়াস ছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।

সাইফউদ্দিন বলেছেন, “প্রথমত আলহামদুলিল্লাহ, প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। আমার জন্য একটু কঠিন ছিল। যেহেতু ২০২৪ বিশ্বকাপ দলে সুযোগ পেতে চাই তাই আমার জন্য পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগে সম্ভবত ২০২২ বিশ্বকাপ দল থেকে আমি বাদ পড়ি পারফরম্যান্সে করতে না পারার কারণে। এজন্য (প্রথম টি-টোয়েন্টিতে) অনেক বেশি সিরিয়াস ছিলাম এবং চাচ্ছিলাম যে পারফর্ম করি।”

সাইফউদ্দিন বাস্তব সত্যটাও জানেন। দলে সুযোগ পেলেও এখনও তার জায়গা পাক হয়নি। সিরিজের শেষ দুটি ম্যাচে মোস্তাফিজুর যোগ দিলেই সাইফউদ্দিনকে হয়তো বেঞ্চে বসতে হতে পারে। তাই নার্ভাস থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন।

ম্যাচে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেয়া এই অলরাউন্ডার বলেছেন, “অবশ্যই আজকে আমি একটু নার্ভাস ছিলাম। আগে আন্তর্জাতিক ম্যাচে নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা জরুরি কারণ দুই ম্যাচ পর ফিজ আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কি হবে না হবে তা বলা যায় না। তাই আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি ভালো করার। আর চারটা ম্যাচ সুযোগ আছে চেষ্টা করবো যতটা পারা যায় ভালো করার।”

বিশ্বকাপে সুযোগ পেতে মরিয়া সাইফউদ্দিন নিজের ব্যাটিং প্রতিভা দেখাতে পারেননি উইকেটে যাওয়ার সুযোগ আসেনি বলে। এতে অবশ্য আক্ষেপ নেই তাই। দল জিততে ব্যাটিং না করেও খুশি এই অলরাউন্ডার।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত