Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিশ্বকাপের পিচ যুক্তরাষ্ট্রে যাচ্ছে জাহাজে

ডেমিয়েন হাউয়ের নেতৃত্বে তৈরি হচ্ছে ড্রপ ইন পিচ। ছবি : টুইটার
ডেমিয়েন হাউয়ের নেতৃত্বে তৈরি হচ্ছে ড্রপ ইন পিচ। ছবি : টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রে ক্রিকেটের কাঠামো দাঁড়ায়নি এখনও। তাদের জাতীয় দলের তেমন কোনো অর্জন নেই। সেই যুক্তরাষ্ট্রে এবার হতে যাচ্ছে  টি-টোয়েন্টি বিশ্বকাপ।  টুর্নামেন্ট শুরু  হবে জুনে, অথচ এখনও প্রস্তুত নয় নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচের স্টেডিয়াম। খেলার মাঠ অপ্রস্তুত। এমনকি নেই পিচও।

সেই পিচ অবশ্য যুক্তরাষ্ট্র নয়, তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়। ড্রপ ইন পিচ তৈরিতে সুনাম আছে অস্ট্রেলিয়ার ‘অ্যাডিলেড টার্ফ সলিউশনস’-এর। অ্যাডিলেডের পিচ ডেমিয়েন হাউয়ের অধীনে তৈরি হয় এসব পিচ। ডেমিয়েন হাউয়ের সঙ্গেই  চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।

মাস খানেক এ নিয়ে কাজ করতে নিউইয়র্কে ছিলেন ডেমিয়েন হাউ। পিচ কীভাবে অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে যুক্তরাষ্ট্রে যাবে সেটা তিনি জানালেন চ্যানেল সেভেনকে, ‘‘আমরা ১০টি ট্রের মধ্যে ৬টা  অ্যাডিলেডে তৈরি করছি। এরপর সেগুলি জাহাজের কন্টেইনারে ভরে পাঠাচ্ছি ফ্লোরিডায়। সেখান থেকে যাচ্ছে নিউইয়র্কে। বাকি চারটি ট্রে তৈরি হচ্ছে সেখানে। আসল কাজ শুরু হবে মে মাসে। তখন আমার সঙ্গে যাবে পুরো একটা দল।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত