Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আম্পায়ারদের ভুল দেখছেন হৃদয়ও

হৃদয়-2
[publishpress_authors_box]

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে ছিল না। তাছাড়া আইসিসির একটি নিয়মের কারণে গুরুত্বপূর্ণ চারটি রান পায়নি বাংলাদেশ। বিষয়গুলো পক্ষে এলে ম্যাচ জয় কঠিন হতো না নাজমুল হোসেন শান্তদের।

সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তাওহীদ হৃদয়ও এমন মনে করেন। বিশ্বকাপের মঞ্চে আরও উন্নত আম্পায়ারিংয়ের দাবি রেখে পরোক্ষ ভাবে আম্পায়ারদের কাঠগড়ায় তুলেছেন এই ব্যাটার।

১৭তম ওভারে মাহমুদউল্লাহর বিরুদ্ধে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেন নিউজিল্যান্ডের আম্পায়ার স্যাম নোগাস্কি। রিভিউ নিয়ে সফল হন বাংলাদেশ ব্যাটার। কিন্তু প্যাডে লেগে লং লেগ দিয়ে হয়ে যাওয়া চারটি রান পায়নি বাংলাদেশ। কারণ বল বাউন্ডারি ছোঁয়ার আগেই আউট ঘোষণা হয়। আইসিসির নিয়ম অনুযায়ী একটি সিদ্ধান্ত হয়ে গেলে ওই সময় রান যোগ হবে না। রিভিউতে সিদ্ধান্ত বদলালেও রান যোগ হবে না।

শুধু তাই নয়, নরকিয়া বাংলাদেশ ব্যাটারদের মাথার ওপর দিয়ে করা কিছু নিশ্চিত ওয়াইড বলকে এড়িয়ে গেছেন। ওভারে একটি বাউন্সারের কোটায় ফেলে সঠিক বল বানিয়ে আম্পায়াররা বিতর্কের জন্ম দিয়েছেন।

তাওহীদ হৃদয়ের আক্ষেপটা ওখানে, “আইসিসি কি করেছে, এটা আমার হাতে নেই। কিন্তু ওই সময় ওই চারটা রান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আম্পায়ার ভুল কল দিতেই পারেন, ওরাও মানুষ। কিন্তু দু-একটা ওয়াইড ছিল, যেগুলোর কল দেয়নি। এই জায়গায় এরকম লো স্কোরিং ম্যাচে এক-দুটা রান অনেক বড় ফ্যাক্টর। ওই চারটা রান, ওয়াইড এবং আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। এই জায়গাগুলাতে আম্পায়ারিং আরও উন্নত করার সুযোগ আছে।”

ইনিংসের মাঝপথে দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান নরকিয়াকে পুল করতে গিয়ে আউট হন। রান তাড়ায় বাংলাদেশ পিছিয়ে পড়ে সেখানেই। দুজন আরও একটু সতর্ক হয়ে সিঙ্গেল-ডাবলসে খেললে প্রোটিয়াদের সেরা পেসারকে উইকেটহীন রাখতে পারতো বাংলাদেশ।

হৃদয় অবশ্য দুই ব্যাটারের আউটের ধরণে কোন ভুল দেখছেন না। তার মতে দলের হারের কারণ তার আউট হওয়া, “ম্যাচ হেরেছি আমার আউটে। আমি ম্যাচ শেষ করে আসলে এরকম হতো না। তারা (শান্ত-সাকিব) তো অনেক আগেই আউট হয়েছে। আমি তো শেষ পর্যন্ত ছিলাম উইকেটে। আমি যেহেতু খেলছিলাম, আমার খেলাটা শেষ করে আসা উচিত ছিল।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত