Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আশাবাদী সাকিব বিশ্বকাপে ভালো কিছুর আশায়

সাকিব ৩
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি ফরম্যাটটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই চ্যালেঞ্জটা আরও বেশি। ২০০৭ সালে প্রথম আসরের প্রথম ম্যাচেই উইন্ডিজের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২১ পর্যন্ত সাত আসরে আর জয়ের দেখা নেই। ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জেতে বাংলাদেশ।

সে ধারাবাহিকতায় এবার বাংলাদেশ কেমন করবে? দলের সেরা তারকা সাকিব আল হাসান নিজের অভিজ্ঞতা থেকেই দিয়েছেন উত্তর। যুক্তরাষ্ট্রের এক ‍অনুষ্ঠানে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, “বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।”

বিশ্বকাপ জিততে সকলের সমর্থন চাইলেন সাকিব। শুধু বাংলাদেশ থেকেই নয়, যুক্তরাষ্ট্রেও বাংলাদেশিদের সমর্থন চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৮ সালে ফ্লোরিডায় উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের স্মৃতি টেনে সাকিব বলেছেন, “এর আগে যখন আমরা যখন এখানে খেলেছি প্রচুর সমর্থন পেয়েছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম। আশা করি এবারও ওরকম ভালো কিছু করতে পারব।”

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের নেতৃত্ব দুটো জয় পেয়েছিল বাংলাদেশ। এবার আরেকটু উন্নতি করার লক্ষ্য সাকিবের। বাংলাদেশ তারকার বিশ্বাস কন্ডিশন তাদের পক্ষে থাকবে, “যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে।”

“আশা করছি প্রচুর সমর্থন পাব। ভালো করি, খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি, আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত