Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

‘বিশ্বকাপের উইকেটে’ বিপিএল

353715
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। এবার সেই সমালোচনা কাটাতে চাইছে বিসিবি। আসন্ন বিপিএল ব্যাটিং বান্ধব উইকেট তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। যেন জুনে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতিটা এই টুর্নামেন্ট দিয়ে নিতে পারেন ব্যাটাররা।

চলতি বছর বিপিএলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের দূরত্বটা খুব বেশি না। জানুয়ারি-ফেব্রুয়ারির টুর্নামেন্ট শেষ হওয়ার তিন মাসের মধ্যেই হবে বিশ্বকাপ। তাই এবারের বিপিএলকে আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য পাখির চোখ করেছে বিসিবি।

তার জন্য মূল বাধা ছিল মিরপুরের উইকেট। স্পিন বান্ধব ও ধীর-নিচু উইকেটে সবসময়ই ব্যাটাররা রান করতে খাবি খান। ওই অবস্থা থেকে বের হতে চাইছে বিসিবি। কাল এক সভা শেষে এবারের বিপিএলে বিশ্বকাপ চিন্তা মাথায় রেখে ব্যাটিং বান্ধব মিরপুরের উইকেট তৈরির ঘোষণা দিয়েছেন গ্রাউন্ডস কমিটির প্রধান মাহাবুবুল আনাম।

তার কথায়, ‘‘টি-টোয়েন্টি তো ব্যাটারদের খেলা। আমরা চাইবো আইসিসি টুর্নামেন্টে যেমন উইকেট হয় এবার সেই রকম উইকেট তৈরি করতে। এক্ষেত্রে আবহাওয়া একটা বাধা হতে পারে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন বিশ্বকাপের উইকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো উইকেট দিতে। যেন আমাদের ব্যাটাররা বিশ্বকাপের প্রস্তুতিটা এখান থেকে নিতে পারে।’’  

এবার বিপিএলের উইকেট তৈরির দায়িত্ব থাকছে টনি হেমিংয়ের ওপর। এই অস্ট্রেলিয়ান কিউরেটরকে শেখ হাসিনা স্টেডিয়ামের ফিল্ড ও পিচ তৈরির তত্বাবধানের দায়িত্ব দিয়েছে বিসিবি। গত জুলাইয়ে কাজ শুরু করে ইতিমধ্যে স্থানীয় কিউরেটরদের নিয়ে কয়েকবার কর্মশালা করেছেন তিনি। নতুন মাটি এনে বিপিএলের পিচ তৈরির কাজও শুরু করেছেন হেমিং।

এছাড়া এবারের বিপিএলের গতবারের মতো বিতর্কিত ডিআরএস সিস্টেমের দিকে এগোচ্ছে না বিসিবি। গতবার অলটারনেটিভ ডিআরএসে আউট নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। এবার তাই বিপিএলের শুরু থেকেই পূর্ণ ডিআরএস রাখা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত