এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। ১ জুন ডালাসে দুই প্রতিবেশীদের লড়াই দিয়ে শুরু হবে আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে কানাডা। ডি গ্রুপে থাকা বাংলাদেশ একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নামবে ৭ জুন।
গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচ হবে দুই দেশে। যুক্তরাষ্ট্রে দুটি আর উইন্ডিজের সেন্ট ভিনসেন্টে দুটি। সেদিক থেকে খুব বেশি ভ্রমণ করতে হবে না সাকিব আল হাসানদের। ডালাসে প্রথম ম্যাচ খেলার পর যুক্তরাষ্ট্রের বড় শহর নিউ ইয়র্কে ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এরপর সাকিবদের উইন্ডিজ পর্ব। সেন্ট ভিনসেন্টে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচ বাংলাদেশের। আর দুর্বল নেপালের বিপক্ষে একই মাঠে গ্রুপের শেষ ম্যাচ হবে ১৬ জুন। সুপার সিক্সে উঠলেও বাংলাদেশ উইন্ডিজেই ম্যাচ খেলবে।
আসরের সবচেয়ে আকর্ষণীয় ভারত পাকিস্তান লড়াই হবে নিউ ইয়র্কে ৯ জুন।
যুক্তরাষ্ট্রে গ্রুপের ম্যাচ হলেও নকআউট পর্বের কোনো ম্যাচ দেশটিতে হচ্ছে না। ২৬ ও ২৭ জুন দুটি সেমিফাইনাল হবে যথাক্রমে গায়ানা ও ত্রিনিদাদে। আর ২৯ জুন ফাইনাল হবে বার্বাডোজে।