Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বিশ্বকাপে সেমিফাইনাল লক্ষ্য পাপনের

পাপন-০৯৮
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর দুই মাসের মতো বাকি। বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে তা এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। কিছুদিন আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বড় প্রত্যাশা না করার কথাই বলেছেন। কিন্তু বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন দেখছেন সেমিফাইনালের স্বপ্ন।

টি-টোয়েন্টির বিশ্ব আসরে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো নেই। আট বিশ্বকাপে মাত্র তিনটি জয়। অবশ্য দুটি জয় এসেছে ২০২২ সালের আসরে। এরপর টি-টোয়েন্টিতে দারুণ ২০২৩ সাল কাটিয়ে এবারের বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সেই ভালো কিছু কেমন। এই প্রশ্নে একটি সংবাদ মাধ্যমকে বিসিবি প্রধান পাপন বলেছেন, “আমাদের এখন টার্গেট হচ্ছে সেমিফাইনালে যাওয়া এবং তারপর ফাইনালে যাওয়া।” সেই সঙ্গে বাংলাদেশ এখনও বিশ্বকাপ জেতার মতো দল হয়নি বলেও স্বীকার করেন তিনি, ”আমি বলব আমাদের দল এখনও বিশ্ব চ্যাম্পিয়নের মতো হয়নি। আমাদের যে সুবিধাগুলো দেয়া দরকার তা এখনও দিতে পারিনি।”

নাজমুল শান্ত নিজে সেমিফাইনাল স্বপ্নের কথা না বললেও বিসিবি প্রধান এই স্বপ্ন দেখেন। তার কারণ বর্তমান তরুণ প্রজন্ম। তাওহিদ হৃদয়-রিশাদ হোসেনদের ওপর বিশ্বাস অনেক পাপনের।

বলেছেন তরুণরা সাহসী ক্রিকেট দিয়েই এবারের আসরে ভালো করবেন, “এই যে নতুন ক্রিকেটাররা অবশ্যই ওরা কেউ স্কিলের দিক থেকে সাকিব-তামিম হয়ে গেছে তা বলব না। কিন্তু ওরা কাউকে ভয় পায় না। এই সাহসটা অসাধারণ। তানজিদ তামিম-হৃদয় বিশ্বের সেরা পেসারদেরও মেরে দিবে। এই যে রিশাদ দেখছেন সেও তো কি ভালো পাওয়ার হিট করলো।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত