যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের প্রভাব পড়েছে বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে। নির্বাচকরা দলে পরিবর্তন আনার ব্যাপারে আলোচনাও করেছিলেন। কিন্তু উপযুক্ত প্রস্তুত বদলী ক্রিকেটের অভাবে দলে কোন পরিবর্তন আনা হয়নি। যুক্তরাষ্ট্রে যাওয়া দলের ওপরই আস্থা রেখেছে বিসিবি।
শনিবার দলে পরিবর্তন নিয়ে আলোচনা করার বিষয়টি নিজেই জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তবে আপাতত আনুষ্ঠানিক কোন পরিবর্তন আনার ইচ্ছা নেই তাদের। সময়ও শেষ। মিরপুরে প্রধান নির্বাচক বলেছেন, “২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সুযোগ ছিল পরিবর্তন আনার। প্রটোকল অনুযায়ী ক্যাপ্টেন, কোচ এবং আমরা নির্বাচকরা বসে কিছুক্ষণ আলাপ করেছিলাম। এ মুহূর্তে যে দল আছে, সে দলটাই বহাল রেখেছি। বিশ্বকাপে যাতে ভালো কর্যতে পারি সেই আশা করছি।”
দলে পরিবর্তন না আনলেও প্রয়োজনে যেন ক্রিকেটারদের দ্রুত যুক্তরাষ্ট্রে পাঠানো যায় সেই দিকে নজর দিচ্ছে বিসিবি। তাই বাংলাদেশ টাইগার্স ক্যাম্প শুরু করা হয়েছে। সেখানে ৬ জন ক্রিকেটারের দিকে আলাদা নজর রাখা হবে। তারা বিশ্বকাপে যাওয়ার জন্যই প্রস্তুত থাকবেন।
৬ জনের সবার নাম না বললেও গুরুত্বপূর্ণ কিছু পজিশনে কাদের প্রস্তুত রাখা হবে তা জানিয়েছেন লিপু, “টাইগার্স ক্যাম্পে লাল বল ও সাদা বলের জন্য কিছু ক্রিকেটারকে বেছে নিয়েছি। বিশেষ করে সাদা বলের ওরা বিশ্বকাপের স্ট্যান্ডবাই। উপরের দিকে বিজয়কে (এনামুল হক) রাখা হয়েছে যদি লিটনের কোনো সমস্যা হয়। সোহানকে রাখা হয়েছে যদি জাকেরের সমস্যা হয়। সাইফউদ্দিনকেও রাখা হয়েছিল। খালেদ আছে, সাইফউদ্দিন ১০ তারিখের পর আসবে। ইমন আছে। নাসুম আছে, মিরাজ আছে।”
বিশ্বকাপ দলে আর পরিবর্তন করার সুযোগ নেই। কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লেই কেবল বদলী ক্রিকেটার পাঠানো যাবে। প্রধান নির্বাচক তাই ভরসা রাখছেন বর্তমান দলের ওপরই। গাজী আশরাফ হোসেনের প্রত্যাশা বিশ্বকাপের মূল পর্বে ঘুরে দাঁড়াবেন নাজমুল হোসেন শান্তরা।