Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বকাপ প্রস্তুতিতে হার দিয়ে শুরু নারীদের

নারী দল
[publishpress_authors_box]

দুবাইতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে হেরে গেলেন নিগার সুলতানা জ্যোতিরা। শ্রীলঙ্কা নারী দলের কাছে দুবাই অ্যাকাডেমি মাঠে তাদের হার ৩৩ রানের। লঙ্কানদের দেওয়া ১৪৪ রানের জবাবে ৯ উইকেটে ১১০ রানে আটকে গেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার কাছে হেরে গত নারী এশিয়া কাপের ফাইনাল স্বপ্ন জলাঞ্জলী যায় জ্যোতিদের। আবার লঙ্কানদের বিপক্ষেই কিছুদিন আগে ৫ ম্যাচের সিরিজে জয় এসেছিল। কিন্তু সেই সাফল্যের পুনরাবৃত্তি হলো না বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে। তার কারণ ৫ ম্যাচের সিরিজের ওই সাফল্য এসেছিল লঙ্কানদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে।

মূল দলের মুখোমুখি হতেই এশিয়া কাপের হার ফিরে এলো। টস জিতে আগে ব্যাট করা লঙ্কানরা হাসিনি পেরেরার ৪৩, নিলাকসিকা সিলভার ৩০ ও সাামারাবিক্রমার ২৯ রানে জয়ের স্কোর পেয়ে যায়। জবাবে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় পড়ে ম্যাচ হারে।

এক পর্যায়ে ৭০ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানার ৩০ ছাড়া আর কোন ব্যাটার বলার মতো স্কোর পাননি। শেষ দিকে দিশা বিশ্বাস ১৬ বলে ২৫ রান করে কিছুটা আশা জাগান। কিন্তু সুগন্ধিকা কুমারির হ্যাটট্রিকে ম্যাচ হার নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন জ্যোতিরা। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত