Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বিশ্বাস রেখে কঠিন ম্যাচ জয় আর্জেন্টিনার

আর্জেন্টিনার গোল উদযাপন। ছবি: টুইটার
আর্জেন্টিনার গোল উদযাপন। ছবি: টুইটার
[publishpress_authors_box]

একের পর আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। চিলির রক্ষণদূর্গ ভেদ করলেও বল ফিরে আসছিল পোস্টে লেগে। অবশেষে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচ এমনিতেই বড় পরীক্ষায়, সেখানে এবারের লড়াই আরও কঠিন হয়ে উঠেছিল। যদিও ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি জানালেন, জয়ের বিশ্বাস তাদের ছিল।

লাউতারো মার্তিনেসের লক্ষ্যভেদে চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও দিতে হয়েছে কঠিন পরীক্ষা।

আর্জেন্টিনার বিশ্বসেরা ফরোয়ার্ড লাইনের সামনে টিকে থাকতে হলে রক্ষণদেয়াল মজবুত হওয়া চাই- এই পরিকল্পনা থেকে ব্যাকলাইন থেকে খেলোয়াড়ই ওপরে ওঠেনি চিলির। এই পরিকল্পনায় সফল প্রায়ই হয়ে যাচ্ছিল তারা। কিন্তু ৮৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে স্বস্তির জয় এনে দেন মার্তিনেস।

জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি বলেছেন, “চিলির বিপক্ষে ম্যাচ সবসময় কঠিন। এবারও ব্যতিক্রম হয়নি। ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। তারা লড়াই চালিয়ে গেছে। বিশ্বাস ছিল ম্যাচ জেতা সম্ভব।”

২১ শট নেওয়া আর্জেন্টিনা সফল হয়েছে লাউতারোর গোলে। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, “এই ম্যাচগুলো এমনই হয়। আমাদেরও এভাবে খেলে যেতে হয়। কারণ তারা (চিলি) সবসময়ই কঠিন পরীক্ষায় ফেলে। যাই হোক, শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত