বিপিএলের বাইরে আরেকটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের আবেদন উঠে আসছিল অনেকদিন ধরেই। সাবেক ক্রিকেটার কোচরা নিয়মিত এই ফরম্যাটে ক্রিকেটারদের উন্নতির জন্য এই দাবি রাখছিলেন। অবশেষে দাবি মেনে বিসিবি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের পথে হাঁটছে। এর জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টকে।
বিসিবির টুর্নামেন্ট ও ট্যাকনিক্যাল কমিটির সভায় মঙ্গলবার এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এবার বোর্ড সভায় এই টুর্নামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। আপাতত টুর্নামেন্টের নাম জাতীয় লিগ টি-টোয়েন্টি বলা হচ্ছে। সব ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে হবে এই লিগ।
সূচি অনুযায়ী ১৫ অক্টোবর থেকে জাতীয় লিগের চার দিনের আসর শুরুর কথা রয়েছে। প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে, শেষ হবে ৩০ নভেম্বর। থাকছে না দ্বিস্তর পদ্ধতি, রাউন্ড রবিন পর্বেই লড়াই করতে দলগুলো। দল সাজাবেন জাতীয় নির্বাচকরাই।
এ ব্যাপারে বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, “আজকের সভায় অনেকগুলো বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল জাতীয় লিগের ৮ দলকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার। সভায় উপস্থিত সকলেই একমত হয়েছেন বিষয়টি নিয়ে। এখন অপেক্ষা শুধুই বোর্ডের অনুমোদনের।”
৫ ডিসেম্বর থেকে নতুন টি-টোয়েন্টি লিগ শুরুর সম্ভাব্য দিন-তারিখ ধরা হয়েছে। জাতীয় লিগে খেলা আট দলই খেলবে এখানে। আটটি দল লিগ পর্বে সাতটি করে ম্যাচ খেলবে, শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টটি শেষ হবে ১৭ ডিসেম্বর। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ চলবে। এপ্রিলের শেষে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএল শুরু হবে, শেষ হবে মে মাসে।
টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে গিয়ে পিছিয়ে দেয়া হয়েছে চারদিনের ক্রিকেটের আসর বিসিএল। ডিসেম্বরের বদলে চার দলের এই আসর হবে এপ্রিল-মে মাসের দিকে। এর কারণে হিসেবে গরমের সময় বাংলাদেশের বেশিরভাগ টেস্ট খেলার বিষয়টি সামনে এনেছেন মিনহাজুল আবেদিন।