তামিম ইকবাল কবে জাতীয় দলে ফিরবেন সেই অপেক্ষার শেষ তবে হতে চলেছে। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবিতে আগমনের দিনে তামিমের উপস্থিতি তেমন আভাস দিয়ে রাখছে। সোমবার দুপুর ১টার দিকে বিসিবিতে প্রথমবার এসেছিলেন আসিফ মাহমুদ। তার ৩০ মিনিট আগেই ক্রিকেট কার্যালয়ে চলে আসেন তামিম।
সোমবার তামিম ইকবালের বিসিবিতে আসার পূর্ব ঘোষণা ছিল না। অবশ্য এই মুহুর্তে তার উপস্থিতির কারণ অনুমান করা যায় সহজেই। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করতেই বিসিবিতে এসেছেন বাংলাদেশ ওপেনার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে তামিমের এই আলোচনাতেই হয়তো বসার কথা ছিল অনেক আগে।
সেই আলোচনা কয়েকবার হয়েছে কিন্তু তার স্পষ্ট কোন ফল দেখা যায়নি। আজ আসিফ মাহমুদের সঙ্গে আলোচনার পাশাপাশি মিরপুরের মাঠ পরিদর্শন করতেও দেখা গেছে তামিমকে। তাকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। এরপর ভবন থেকে প্রবেশ করেন মাঠে। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সাবেক নির্বাচক ও বর্তমান নারী দলের প্রধান হাবিবুল বাশার সুমন।
এরপর মিডিয়া সেন্টার হয়ে একাডেমি ভবনে প্রবেশ করেন তারা। সেখানে ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদকে বরণে বেলা ১১টা থেকেই ভিড় বাড়তে থাকে বিসিবির বাইরে। প্ল্যাকার্ড নিয়েও এসেছিলেন অনেকে।
গত মার্চে জালাল ইউনুসসহ বিসিবির নির্ধারিত কমিটির সঙ্গে শেষ আলোচনা করেছিলেন তামিম ইকবাল। এরপরই জানা যায় চলতি বছর ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই এই ওপেনারের। ফিরলেও ওয়ানডে ফরম্যাটে আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ফিরবেন।
এখন মনে হচ্ছে অতদূর অপেক্ষা করতে হবে না। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ফলপ্রসু আলোচনা হলে তামিমকে চলতি বছরেও জাতীয় দলে দেখা যেতে পারে। সেক্ষেত্রে তামিমের দলে না ফেরার যে কারণে সেই চন্ডিকা হাথুরুসিংহের কোচ হিসেবে কি ভবিষ্যৎ হতে যাচ্ছে তাও একটা আলোচনার বিষয় এখন।