বুধবার বিসিবি পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। তবে এই প্রথমবার বিসিবির জরুরি সভার ভেন্যু মিরপুর বা কোন অভিজাত হোটেল নয়, সভাটি হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে । এই সভাতেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে সিদ্ধান্ত আসবে।
সিদ্ধান্তটা অবশ্যই তার শীর্ষ পদ থেকে পদত্যাগ কেন্দ্রিক। গত সপ্তাহান্তে সভাপতি পদ ছাড়তে সম্মত হয়েছিলেন তিনি। বুধবারের সভাতে তার পদত্যাগপত্র পেশ করা হবে ও গৃহিতও হবে।
পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো এ সভাতেই নতুন বিসিবি সভাপতির নামও ঘোষণা করা হবে। নতুন সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদের নাম ঘোষণা করার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের ব্যাপারে বিধিনিষেধ আছে আইসিসির । এমন সময়ে কিনা জরুরি সভাটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। এ নিয়ে অস্বস্তিতেও আছেন সভায় অংশ নিতে যাওয়া কয়েকজন পরিচালক। কারণ যে সভায় সভাপতি পরিবর্তন হতে পারেন সেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হওয়ার অর্থ ‘সরকারি হস্তক্ষেপ’। তাতে বিসিবির নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কাও রয়ে যায়।
এর আগে গতকাল বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন এনএসসি থেকে মনোনীত জালাল ইউনুস। এই কোটায় বিসিবি পরিচালক হওয়া সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছে কিন্তু তিনি সম্মত হননি।
জালাল ইউনুসের জায়গাতেই এনএসসি মনোনীত পরিচালক হবেন ফারুক আহমেদ। পরে বিসিবি পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হবেন বলে জানা গেছে। সাজ্জাদুল আলমের জায়গায় কেউ আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়।