Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বিসিবি সভাপতির পদত্যাগের ব্যাপারে সরাসরি জানেন না ক্রীড়া উপদেষ্টা

আসিফ ২
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) – এ কি পরিবর্তন আসবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল রোববার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে নতুন সভাপতির নাম আশাও করেছিলেন অনেকে। কিন্তু সবাইকে অবাক করে তিনি জানিয়েছেন নাজমুল হাসান পাপনের পদত্যাগের ব্যাপারে সরাসরি কিছুই শোনেননি।

তার মানে নাজমুল হাসান পাপন এখনও লিখিত পদত্যাগ পত্র দেননি। আসিফ মাহমুদ এ সংক্রান্ত খবর জেনেছেন সংবাদ মাধ্যমে। অবশ্য তিনি এটা নিশ্চিত করেছেন দ্রুততম সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিবর্তন সবাইকে জানাবেন। সঙ্গে বিসিবির যাবতীয় দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করার কথাও জানিয়েছেন।

গত বৃহস্পতিবার বিসিবির একজন পরিচালককে সরকারের সহযোগীতার জন্য সভাপতি পদ ছাড়ার সম্মতি দিয়েছিলেন নাজমুল হাসান। এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া উপদেষ্টাকে জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। কারণ পাপনের কাছ থেকেও কোন কিছু লিখিত আসেনি। একদিক থেকে এখনও বিসিবির সভাপতি আছেন পাপন এবং পরিচালকও।

বিসিবি সভাপতি ইস্যু নিয়ে রোববার আসিফ মাহমুদ জানিয়েছেন, “বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগে বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটার এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।”

সেই সমাধাণটা বেশ দ্রুতই আসবে বলে আশ্বাস দিলেন আসিফ মাহমুদ, “আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন। আমরা বলেছি আমরা সংস্কার করব সিষ্টেমের, ব্যক্তির না। সিষ্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারে বদল আসবে এটা সুনিশ্চিত।”

ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন নতুন যারা আসবে তাদেরকে বিসিবির দৃর্নীতি ও অনিয়ম প্রকাশ করতে হবে, “বোর্ডের ব্যাপারে যেটা হলো গঠনতন্ত্র অনুাযায়ী যারা দায়িত্বে আসবে বা পাবে তাদেরকে গঠনতন্ত্র আরও গণতান্ত্রিক করে গড়ে তুলতে হবে। পাশাপাশি যে অনিয়ম, দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। অন্য ফেডারেশন যেগুলো আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত