সিরিজ হার ঠেকাতে হলে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিততেই হবে পাকিস্তানকে। শুক্রবার তাই ম্যাচের প্রথম বল থেকে ঝাঁপিয়ে পড়ার কথা স্বাগতিকদের। অথচ বৃষ্টির পর মাঠ ভেজা থাকায় খেলাই এখনও শুরু হয়নি।
টেস্টের প্রথম দিন টসের সময়ও (৯টা ৩০ মিনিট) বৃষ্টি হচ্ছিল। বুধবার ও বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে রাওয়ালপিন্ডিতে। স্থানীয় সময় সকাল সোয়া ১০টাতেও বৃষ্টি হচ্ছিল। তাই মাঠছ দেখারও প্রয়োজন হয়নি আম্পায়ারদের।
বৃষ্টিতে পাকিস্তানের দুশ্চিন্তা হলেও বাংলাদেশের আনন্দই হচ্ছে। এই টেস্ট ড্র হলে বা বৃষ্টিতে ভেসে গেলে ১-০ তে সিরিজ জিতে যাবেন নাজমুল হোসেন শান্তরা। পাশাপাশি টেস্ট চাম্পিয়নশিপের পয়েন্টও পাওয়া হবে।
বৃষ্টি যে শুক্রবার থেমে যাচ্ছে সেই আভাষও নেই। আবহাওয়া পূর্বাভাষ অনুযায়ী পুরো দিনই আকাশ মেঘলা থাকবে। বিশেষ করে বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কার কথাও বলা হয়েছে। প্রায় ২৫.৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
এদিকে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম টেস্টে স্পিনার না নেওয়ার ভুল কাটিয়ে লেগ স্পিনার আবরার আহমেদকে নিয়েছে তারা। বাদ পড়েছেন ফ্রন্টলাইন পেসার শাহিন আফ্রিদি।