Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বোলারদের দৃঢ়তায় স্বল্প লক্ষ্য বাংলাদেশের

হ্যাটট্রিক করার সম্ভাবনা তৈরি করেছিলেন রিশাদ। ছবি : ক্রিকইনফো
হ্যাটট্রিক করার সম্ভাবনা তৈরি করেছিলেন রিশাদ। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভালো ভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টস জিতে এই ম্যাচে আগে বোলিং নিতে ভুল করেননি নাজমুল হোসেন শান্ত। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

সিরিজের প্রথম ম্যাচে টস জয়ের সুবিধা দারুণ ভাবে কাজে লাগায় স্বাগতিকরা। পিচে থাকা সকালের ময়েশ্চার, প্রচন্ড বাতাস পেসারদের অপ্রতিরোধ্য করে তোলে। এবার সেই সুবিধা কাজে লাগিয়েছেন বাংলাদেশ বোলাররা।

হিউস্টনের প্রেইরি ভিউ মাঠে আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার দুর্দান্ত শুরু করেছিলেন। সময়ের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ওই ম্যাচে সহজ ছিল তাদের জন্য। তবে বৃহস্পতিবার সেই সুবিধা পাননি দুই ব্যাটার। সাবধানে খেলতে হয়েছে শুরুর পাওয়ার প্লে।

৫ ওভারে স্বাগতিকরা মাত্র ২৭ রান তুলতে পারে বোর্ডে। ষষ্ঠ ওভারে ১৫ রান হওয়ায় পাওয়ার প্লেতে তাদের রান দাঁড়ায় ৪২। ওই অবস্থা থেকে মাঝের ওভারগুলো কাজে লাগানোর লক্ষ্য ছিল স্বাগতিকদের। তা ভেস্তে দেন রিশাদ হোসেন।

এক ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ ভাবে ম্যাচে ফেরান রিশাদ। ২৮ বলে ৩১ করা স্টিভেন টেলর ও আন্দ্রে গৌসকে ০ রানে ফেরান এই লেগী।

পরের ১০ ওভারে রান নেয়া কঠিন হয় যুক্তরাষ্ট্রের জন্য। অ্যারন জোনস ও মোনান্ক প্যাটেল ৬০ রানের জুটি গড়লেও বড় রানের সুযোগ হারায় স্বাগতিকরা। প্যাটেল ১৯তম ওভারে ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪২ করে শরিফুলের ইয়র্কারে বোল্ড হন। ৩৪ বলে ৩৫ করা অ্যারন জোনসকে আগেই ফেরান মোস্তাফিজুর।

শেষের ৪ ওভারে শরিফুল, মোস্তাফিজ ও তানজিম সাকিবরা ছিলেন আরও নিঁখুত। তাই গত ম্যাচের মতো হার খুলে খেলতে পারেননি কোরে অ্যান্ডারসন, হারমিত সিংরা। তাই যুক্তরাষ্ট্রের রানও ধরা ছোঁয়ার বাইরে যায়নি।

বাংলাদেশের মোস্তাফিজ, রিশাদ ও শরিফুল ২ উইকেট করে নেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত