সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, তার জেরে সৃষ্ট সহিংসতা ও নানা ঘটনা পরিক্রমার পর সরকারি অফিসের মতো স্বাভাবিক সময়ে ফিরছে ব্যাংকের লেনদেনও।
বুধবার থেকে ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য কর্মীদের ব্যাংকে উপস্থিত থাকতে হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মঙ্গলবার এক সার্কুলারে লেনদেন স্বাভাবিক সময়ে ফেরার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ রাখা হয়। এই সময়ে কারফিউও জারি করে সরকার।
এরপর গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে ব্যাংক চালু হলেও লেনদেনের সময় কমিয়ে আনা হয়। সবশেষ মঙ্গলবার ব্যাংক লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সরকারি অফিসের সময়সীমা আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়ে ফেরার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর পরপরই ব্যাংকিং লেনদেনের সময়সীমা স্বাভাবিক নিয়মে ফিরিয়ে এনে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ।
এতে বলা হয়, এখন থেকে ব্যাংকের লেনদেন হবে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কর্মীদের ব্যাংকে উপস্থিত থাকতে হবে বিকাল ৬টা পর্যন্ত। রবিবার থেকে বৃহষ্পতিবার ব্যাংক খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথগুলো সবসময় চালুরাখার বিষয়ে আগের নির্দেশনা বলবৎ থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।