Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

আউটের মিছিল : ৯ বলে ৫ উইকেট নেই জিম্বাবুয়ের

চতুর্থ উইকেট হিসেবে আউট হয়ে ফিরছেন সিকান্দার রাজা। ছবি : সংগৃহীত
চতুর্থ উইকেট হিসেবে আউট হয়ে ফিরছেন সিকান্দার রাজা। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

৩৮ রানে ৬ উইকেট, মাত্র ৯ বলের ব্যবধানে ৫ উইকেট নেই জিম্বাবুয়ের। উইকেট পড়ার এই মিছিলকে বাংলাদেশ বোলারদের তাণ্ডব বলা যাবে না বরং জিম্বাবুয়ে ব্যাটারদের আত্মাহুতির মিছিলই বলা চলে।

জিম্বাবুয়ে ব্যাটারদের ভুলে উইকেট উৎসবে মেতেছেন সাইফউদ্দিন, মেহেদি হাসান ও সাইফউদ্দিনরা। মেহেদি ও সাইফউদ্দিন তো টানা দুই ওভারে হ্যাটট্রিক সম্ভাবনাও জাগালেন।

খুব বেশি দেরি হয়নি। দেখতে দেখতে আরও এক উইকেটের পতন। ৪১ রানে পড়ল ৭টি, মানে ১৭ বলের ব্যবধানে ৭ উইকেট। তখন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোন দলের সর্বনিম্ন রান সেই পরিসংখ্যান ঘাটতে হলো।

পরিসংখ্যানের সেই তালিকায় তাকিয়ে অবাকই হতে হয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ১০ রানে অলআউট হওয়ার ঘটনাও আছে। সেই দল আয়ারল্যান্ড সাগরের একটি দ্বীপ আইল অব ম্যান। গত বছর স্পেনের বিপক্ষে হয় ওই কাণ্ড। টি-টোয়েন্টি খেলা যে কোন দেশ এখন আন্তর্জাতিক স্বীকৃতি পায় বলে এমনটা হতেই পারে।

তবে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রান আছে নিউজিল্যান্ডের, মাত্র ৬০। এরপরেরটিও চমকপ্রদ, অস্ট্রেলিয়ার ৬২। দুটো ম্যাচই ২০২১ সালের। যেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে মিরপুরে স্পিনিং পিচ বানিয়ে অজি ও কিউইদের ধরাশায়ী করে বাংলাদেশ।

নাহ, জিম্বাবুয়ের সঙ্গে সেই প্রয়াস নেই বিসিবির। বরং চট্টগ্রামের ভালো উইকেটে তাদের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সব উপহার পেয়ে গেলেন বাংলাদেশ বোলাররা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত