Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

ব্যাটারদের লড়াইয়ের পরও আক্ষেপ থাকছেই

হাফসেঞ্চুরি করে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সামনে থেকে লড়ছেন অধিনায়ক শান্ত। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

সংক্ষিপ্ত স্কোর : তৃতীয় দিন শেষে

ভারত ১ম ইনিংস : ৩৭৬/ ১০ ও ২য় ইনিংস : ২৮৭/৪ ডিক্লে. (গিল ১১৯, পান্ত ১০৯; মিরাজ ২/১০৩)। বাংলাদেশ ১ম ইনিংস : ১৪৯/১০ ও ২য় ইনিংস : ১৫৮/৪ (শান্ত ৫১*, সাকিব ৫*, জাকির ৩৩, সাদমান ৩৫; অশ্বিন ৩/৬৩)।

ম্যাচ : জয়ের জন্য বাংলাদেশের ৩৫৭ রান প্রয়োজন।  

উইকেট দুর্বোধ্য ছিল না। ভারত পেসাররা প্রথম ইনিংসের মতো ভয়ঙ্করও হয়ে ওঠেননি। প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো লড়াই ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাটাররা। তবুও চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে আক্ষেপ সঙ্গী বাংলাদেশের।

ভারতের দেওয়া ৫১৫ রানের জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রানে দিন শেষ করেছে। লক্ষ্য থেকে সফরকারীদের দুরত্ব ৩৫৭ রান। আলোর স্বল্পতার কারণে এদিন ১০ ওভার আগেই খেলা শেষ হয়েছে।

দিন শেষে বাংলাদেশের উইকেট কলামে ৪ নয়, সংখ্যাটা আরও কম হতে পারতো অনায়াসেই। মুশফিকুর রহিম-মুমিনুল হকরা যদি তাদের অভিজ্ঞতা দেখাতেন। মুশফিক নিজের ৯০তম টেস্ট খেলছেন এই ম্যাচে। মুমিনুল ৬৩তম। ভালো উইকেটে কিভাবে ব্যাট করতে হয় তাদের চেয়ে বাংলাদেশ ইনিংসে আর কে ভালো বুঝবেন। কিন্তু দুই ব্যাটারই ফিরলেন দ্রুত রান তোলার লোভে পড়ে।

রবীচন্দ্রন অশ্বিনের শিকার হয়েছেন দুজনই। দুই ব্যাটারকেই টেস্টে চারবার করে আউট করেছেন অশ্বিন। এই টেস্টে হলো পাঁচবার করে। অশ্বিনের অফস্পিনে পুরোপুরি পরাস্ত হয়েছেন মুমিনুল। সামনে পায়ে রক্ষণাত্মক খেলতে গিয়ে স্পিন মিস করেন। ফল সরাসরি বোল্ড। ২৪ বলে ১৩ রান করে ফিরিছেন এই ব্যাটার।

মুশফিক আউট হয়েছেন বাড়তি শট খেলতে গিয়ে। আগের বলেই সুইপ করে মিডউইকেট দিয়ে ছক্কা মেরেছিলেন। অশ্বিনকে পরের বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ অউট হন। মুশফিক করেছেন মাত্র ১১ বলে ১৩ রান।

দুই ব্যাটারই একটু জলদি রান তোলার লোভে পড়ে আউট হয়েছেন। অথচ বাংলাদেশ ইনিংসকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার। নতুন বলে ভারত পেসারদের সামলে ৬২ রানের জুটি গড়েন তারা। ভারতের মাটিতে টেস্টে বাংলাদেশের প্রথম পঞ্চাশোর্ধ্ব উদ্বোধনী জুটি।

ইনিংসের দারুণ শুরু পেয়েও দুই ব্যাটার থেমেছেন কাছাকাছি রানে। জাকির ৪৭ বলে ৩৩ করে জাসপ্রিত বুমরাহর বলে জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচে আউট হন। সাদমান ৬৮ বলে ৩৫ রানে অশ্বিনকে ফ্লিক করতে গিয়ে দুর্ভাগ্যজনক ক্যাচ আউট হন আউটসাইড এজ হয়ে। ।

দুই ওপেনারের আউটেও তাদের দোষ দেওয়া যায় না। তবে মুশফিক ও মুমিনুলের আউট দুটি উইকেট ছুঁড়ে দিয়ে আসার উদাহরণ। অতি শট না খেললে অনায়াসে বাংলাদেশের উইকেট সংখ্যা আরও কম হতো।

আক্ষেপের দিনে আশার আলো হয়ে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত আছেন শান্ত। দারুণ আত্মবিশ্বাসী ইনিংস খেলেছেন এদিন। ১০ ইনিংস পর পেয়েছেন হাফসেঞ্চুরি। অশ্বিনকে মারা তার তিনটি ছক্কাতেই ছিল পরিপূর্ণ আত্মবিশ্বাসের ছাপ। শান্তর সঙ্গে অপরাজিত আছেন ৫ রান করা সাকিব আল হাসান।

এর আগে শুভমান গিলের ১৭৬ বলে ১১৯ ও ঋষভ পান্তের ১২৮ বলে ১০৯ রানে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ করে ইনিংস ঘোষণা করে ভারত। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রান।

টেস্টে ৫১৫ রান করে ম্যাচ জেতা অসম্ভবই বলা চলে। তবে রান পাহাড়ে চাপা পড়েও খেই হারিয়ে ফেলেননি ব্যাটাররা। প্রথম ইনিংসের চেয়ে অনেক ভালো লড়াই করেছেন। কিন্তু ভুল শটে উইকেট বিলিয়ে দিয়ে আসার পুরোনো অভ্যাস আক্ষেপ হয়ে রইল বাংলাদেশের জন্য।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত