Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ভারতীয় অভিনেতা চেতন চন্দ্র হামলায় আহত

chetan-chandra-
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ভারতের কন্নড় অভিনেতা চেতন চন্দ্র হঠাৎ দলবদ্ধ আক্রমণের শিকার হয়েছেন।

স্থানীয় সময় রোববার বেঙ্গালুরুর কাগালিপুরায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর চেতন তার ইন্সটাগ্রাম আইডি থেকে এক ভিডিওবার্তায় তার ভয়াবহ অভিজ্ঞতাটি খুলে বলেন।

তিনি জানান, মা দিবস উপলক্ষে তার মা এবং তিনি স্থানীয় এক মন্দির থেকে ফেরার পথে তার ওপর হামলার এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায় তার নাক ভেঙ্গে গেছে, মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত এবং পোশাকের বিভিন্ন জায়গায় রক্তের দাগ।

ভিডিওর ক্যাপশনে চেতন লিখেছেন “ভয়াবহ অভিজ্ঞতা, বিচার চাই”।

চেতন চন্দ্র। ছবি- ইন্সটাভিডিওর স্ন্যাপশট

ভিডিওতে চেতন বলেন, “মাতাল এক লোক আমার গাড়ির ক্ষতি হবে এমন আচরণ করছিল। আমি তাকে থামতে বললে সে আরও ২০ জন লোক নিয়ে এসে আমার ওপর ঝাপিয়ে পড়ে।”

ইন্সটাগ্রামে লাইভে গিয়ে চেতন বলেন, “দেখুন আমার সঙ্গে কী হয়েছে। মেরে আমার নাক ভেঙে দিয়েছে। আমি পুলিশের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। কিন্তু লোকগুলো ফিরে এসে আবারও আমার গাড়ির ক্ষতি করেছে। ভয়াবহ অভিজ্ঞতা।”

এই ঘটনার প্রেক্ষিতে চেতন চন্দ্র তাৎক্ষণিকভাবে কাগগলিপুর থানায় একটি অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করেছে।

পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত সাপেক্ষে আরও অনেকেই গ্রেপ্তার হবেন এমন আশা করা যাচ্ছে।

চেতন টেলিভিশন সিরিয়াল ‘সত্যম শিভম সুন্দরম’ এর জন্য বিশেষভাবে পরিচিত। তিনি বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘প্রেমিজম’, ‘রাজধানী’  উল্লেখযোগ্য।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত