ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ঘরের মাঠের এই সিরিজের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া দলে। পিঠের চোটে ক্যামেরন গ্রিনের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই অলরাউন্ডার খেললেও তাকে শুধু ব্যাটার হিসেবে দেখা যাবে, বল করতে পারবেন না। এমন খবরই ছাপা হয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়ায়।
বোর্ডার-গাভাস্কার সিরিজ শুধু অস্ট্রেলিয়া-ভারতের মর্যাদার লড়াই নয়, এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টের ধারণাও পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ সিরিজটির আগে অস্ট্রেলিয়ার জন্য খারাপ খবর হয়ে এসেছে গ্রিনের পিঠের চোট। মঙ্গলবার (৮ অক্টোবর) দ্য এজ-এর খবর ছিল, এবারের গ্রীষ্মে বোলার গ্রিনকে বাদ দিয়ে পরিকল্পনা সাজাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন গ্রিন। তবে নাভেম্বেরর শুরুতে অস্ট্রেলিয়া ‘এ’ ও ভারত ‘এ’ দলের ম্যাচ দিয়ে শুধু ব্যাটার হিসেবে তিনি মাঠে ফিরতে পারেন। একই ভূমিকায় তাকে দেখা যাবে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও।
অবশ্য অস্ট্রেলিয়ার আরেক সংবাদ মাধ্যম ক্রিকেট এট অল দিয়েছে আরও খারাপ খবর। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট নাকি খেলতেই পারবেন না গ্রিন। এমনকি ২৫ বছর বয়সী অলরাউন্ডারের গোটা গ্রীষ্মই শেষ হতে যেতে পারে!
অবশ্য সিডনি মর্নিং হেরাল্ড জানাচ্ছে, গ্রিনের পিঠে চোটে শুধু তার বোলিংয়ে সমস্যা হবে, ব্যাটিং করতে কোনও অসুবিধা হবে না। শুধু তা-ই নয়, ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে তাকে বোলিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এখনও কিছু জানায়নি। এ সপ্তাহেই গ্রিনের ব্যাপারে তাদের ঘোষণা আসার কথা। কারণ অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য এই অলরাউন্ডার। বিশেষ করে, বোলিংয়ে তিনি বাড়তি শক্তি যোগ করেন। ভারত সিরিজে যদি তিনি বল করতে না পারেন, সেক্ষেত্রে একাদশ নিয়েই ভাবতে হবে অস্ট্রেলিয়াকে।
আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফি।