Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ভারত-শ্রীলঙ্কার রোমাঞ্চ ছড়ানো টাই

385704
[publishpress_authors_box]

হাতে ১৪ বল ছিল ভারতের। আর্শদ্বীপ সিং একটু দেখে খেললেই জয়সূচক রানটি হয়ে যায়। কিন্তু চারিথ আসালাঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে হলেন এলবিডব্লিউ। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে হারের সমান টাই হজম করতে হয় ভারতকে। অপরদিকে জয়ের সমান টাই পেয়ে গেল শ্রীলঙ্কা।

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটে করা ২৩০ রানের জবাবে ৪৭.৫ ওভারে ২৩০ রানেই অলআউট হয় ভারত। তাতে ওয়ানডে ইতিহাসে ৪৪তম টাই ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব।

সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে খুব বেশি লক্ষ্য দিতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়ে ভারত। ৩ উইকেটে ১৩০ রানে পৌঁছে সহজ জয়ের পথ দেখছিল তারা। কিন্তু ২ রানের ব্যবধানে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার ফিরলে বিপদে পড়ে ভারত।

লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ৫৭ রানের জুটি গড়ে বিপদ কাটানোর চেষ্টা করেন। কিন্তু আবারও টানা দুই ওভারে ৩১ রান করা রাহুল ও ৩৩ রানে থাকা অক্ষর ফিরলে বিপদে পড়ে ভারত। ২১১ রানে অষ্টম ব্যাটার হিসেবে কুলদ্বীপ যাদব আউট হন। তখনও ম্যাচ জেতার আশা ছিল সফরকারীদের।

শিভব দুবে একপ্রান্ত আগলে রেখে মোহাম্মদ সিরাজকে নিয়ে এগিয়ে যান। ম্যাচ জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা জ্বলে ওঠেন। ৪৮তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুবে ও আর্শ্বদ্বীপ সিংকে ফিরিয়ে ম্যাচ টাই করেন তিনি। দুই উইকেটেই রিভিউ নিয়ে বিফল হয় ভারত।

এর আগে পথুম নিশাঙ্কার ৫৬ ও দুনিথ ভেল্লালাগের অপরাজিত ৬৭ রানে লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা। ১৪২ রানে ৬ উইকেট হারালেও ভেল্লালাগে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ২৩০ এ পৌঁছে দেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিশ্রামে ছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরলেন দুজনই। বিশ্বকাপ জিতে ছোট ফরম্যাটকে বিদায় বলা দুই ভারত তারকার মাঠে ফেরা রঙিন হলো না জয় দিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত