শারিরীক প্রতিবন্ধিতাসম্পন্ন রুবেল মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ভিক্ষা করে জীবন চালান। অন্য দিনের মতো মঙ্গলবারও বেরিয়েছিলেন পথে। সেখানেই বিপদে দেখা পেয়েছেন কনস্টেবল আনোয়ারের। ছবি : সকাল সন্ধ্যামাঝ রাস্তায় আটকে গিয়েছিল রুবেলের হুইলচেয়ারের চাকা। দ্রুতগামী যানবাহনের মধ্য থেকে সেই হুইলচেয়ার ঠেলে তাকে মহাখালী বাসস্ট্যান্ড থেকে রেলক্রসিং এলাকায় নিরাপদে পৌঁছে দেন কনস্টেবল আনোয়ার। ছবি : সকাল সন্ধ্যাএতদিন হয়ত পুলিশের এক রকম চেহারা ছিল রুবেলের মনে। নিশ্চিতভাবে সে চেহারা আজ বদলে দিয়েছেন কনস্টেবল আনোয়ার। ছবি : সকাল সন্ধ্যা