নেইমার নেই। চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারছেন না তিনি। তার অনুপস্থিতিতে ব্রাজিলের দায়িত্ব যার কাঁধে বর্তায় সেই ভিনিসিয়ুস জুনিয়রও নেই! নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তার জায়গায় একাদশে দেখা যাবে ১৭ বছর বয়সী এনদ্রিককে।
একদিকে নিজেদের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে ভাবাচ্ছে উরুগুয়ের উড়ন্ত ফর্ম। গ্রুপ পর্বে প্রতিপক্ষদের উড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে মার্সেলো বিয়েলসার দল। অন্যদিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। এই দল দুটিই বাংলাদেশ সময় রবিবার (৭ জুলাই) সকাল ৭টায় লাস ভেগাসে মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে।
কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। ওই ম্যাচেই হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নেই ভিনিসিয়ুস। তিনি না থাকলেও সমস্যা দেখছেন না ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমরা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমাদের দলে আরও একজন তরুণ খেলোয়াড় আছে, যে খেলার অপেক্ষায় রয়েছে। হয়তো সময় এখন এনদ্রিকের জ্বলে ওঠার।”
১৭ বছর বয়সী ফরোয়ার্ড শিগগিরই ভিনিসিয়ুসের রিয়াল মাদ্রিদ সতীর্থ হতে যাচ্ছেন। এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বের সব ম্যাচেই মাঠে নেমেছেন তিনি, তবে তিনটি ম্যাচেই খেলেছেন বদলি হয়ে। এবার মূল একাদশে নামছেন গুরুদায়িত্ব নিয়ে।
তাকে নিয়ে দোরিভালের মূল্যায়ন, “ও ঠিক প্রথাগত নাম্বার নাইন নয়। ও খেলা তৈরিও করতে পারে। মাঠে দৌড়ায় ও দারুণ মুভমেন্টে সুযোগ তৈরি করে।”
ভিনিসিয়ুসের না থাকাই যে ব্রাজিলের বড় সমস্যা, তা নয়। পারফরম্যান্সও ভাবাচ্ছে দোরিভালকে। গ্রুপ পর্বে দুটি ম্যাচ ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে লাতিন আমেরিকার দেশটি।
রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিনিসিয়ুস। এখনকার ফুটবলে অন্যতম সেরা ফরোয়ার্ড তিনি। এমন একজন খেলোয়াড়কে সামলাতে হচ্ছে না, বিষয়টি নিশ্চয় উরুগুয়ের জন্য স্বস্তির? দলটির কোচ বিয়েসলা তেমনটা মনে করেন না।
তার বক্তব্য, “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না এটা (ভিনিসিয়ুসের না থাকা) ব্রাজিলের ওপর কোনও প্রভাব ফেলবে। কারণ তাদের আরও অনেক উইঙ্গার আছে, সেটা বাঁ কিংবা ডান পাশ যে দিকেই বলুন। তাদের দেশের খেলোয়াড়রা গোটা বিশ্বে দাপট দেখিয়ে যাচ্ছে।”