পেলে, গারিঞ্চা, জিকো মানের ফুটবলার নেই ব্রাজিলে। বিশ্বকাপ মাতানো রোনালদো-রোনালদিনহো-রোমারিওরদের মতো কোনও ফুটবলারও উঠে আসছে না। এজন্য ২০০২ সালের পর আর বিশ্বকাপ শিরোপার দেখা পায়নি ব্রাজিল। তবে রিয়াল মাদ্রিদে টানা সাফল্য পাওয়া ভিনিসিয়ুস জুনিয়র আর রোদ্রিগোর মতো তারকা থাকায় এবার কোপা নিয়ে আশাবাদী ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস।
কাল সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তারা গ্রুপ ‘ডি’তে ৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর টানা দুই জয়ে শীর্ষে কলম্বিয়া। তবে কলম্বিয়াকে শ্রদ্ধা করলেও ভয় পাচ্ছেন না নিউক্যাসলে খেলা গুইমারেস,‘‘আমাদের জুতোয় পাথরের মতো আটকে আছে কলম্বিয়া যা আমরা পরের ম্যাচে ছাড়ানোর চেষ্টা করব। ওদের অনেক ফুটবলার আছে যারা ম্যাচের ফল বদলে দিতে পারে। খুবই শক্তিশালী ওরা। তবে আমরাও ব্রাজিল। এই জার্সি পরে খেললে বিপক্ষকে ভয় পেলে চলে না।’’
প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ভিনিসিয়ুস। রোদ্রিগোও খেলেছিলেন দূর্দান্ত। তাদের নিয়ে গুইমারেস জানালেন, ‘‘ভিনিসিয়ুস-রোদ্রিগো হচ্ছে আমাদের রোনালদো-রোনালদিনহো। আমি রোনালদো, রোনালদিনহো, কাকার ভীষণ ভক্ত ছিলাম। ভিনি-রোদ্রিগোকে নিয়ে সেই দিন ফিরিয়ে আনতে চাই আমরা।’’
কলম্বিয়া হারেনি টানা ২৫ ম্যাচ। সবশেষ দেখায় ব্রাজিলকেও হারিয়েছিল তারা। তবে ব্রাজিল ২০১৬ সালের কোপার পর এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে হারেনি কোনও ম্যাচ। কলম্বিয়াও তাদের হারাতে পারেনি টানা দুই ম্যাচ। কাল রেকর্ডটা অক্ষুন্ন থাকবে তো ব্রাজিলের?
ম্যাচটা হারলেও অবশ্য রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ থাকবে ব্রাজিলের। কারণ কোস্টারিকার পয়েন্ট ১ আর প্যারাগুয়ের ০। দুই দলের সেই ম্যাচে প্যারাগুয়ে জিতলে বা ড্র করলেও নকআউটে যাবে ব্রাজিল। তাছাড়া ব্রাজিলের গোলগড় +৩ আর কোস্টারিকার -৩। প্যারাগুয়েকে তারা হারালেও ব্যবধান হতে হবে অনেক বড়।
ব্রাজিল অবশ্য জিততেই চাইবে। কারণ হারলে বা ড্র করলে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে ফেবারিট আরেক দল উরুগুয়ের সঙ্গে। শেষ আটে তাদের মুখোমুখি হতে চাইবে না কোনও দলই। ম্যাচটা যে সহজ হবে না, জানালেন ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জুনিয়রও, ‘‘ গত কয়েক বছরে এটিই কলম্বিয়ান ফুটবলারদের সেরা প্রজন্ম। বিশ্বের বড় বড় দলে খেলা ফুটবলার আছে তাদের। ব্রাজিলেও খেলে অনেকে। কোনো সন্দেহ নেই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। হয়তো উন্মুক্ত খেলা হবে না, রক্ষণের দিকে বেশি নজর থাকবে দুই দলের। তারপরও ভালো সুযোগ আসতে পারে যার সেরাটা নিতে পারব আমরা।”