বৃষ্টি মাথায় নিয়েই কানপুর টেস্ট শুরু হয়। প্রথম দিন প্রথম সেশন শেষও হয় বৃষ্টি নামার মুহূর্তে। লাঞ্চের পর খেলা শুরু হয়ে অল্প সময় পর আবারও বৃষ্টি। বারবার বাধা নিয়েই হয়েছে কানপুর টেস্টের প্রথম দিন। এরপর আবার আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর আর শুরু করা যায়নি। আগেভাগেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান। ভারত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই হারায় দুই ওপেনার- জাকির হাসান ও সাদমান ইসলামের উইকেট। এরপর আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
লাঞ্চে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। লাঞ্চ থেকে ফিরে তাদের জুটি মাত্র ৪ রান যোগ করেছে। ৪৯ রানের জুটি ভাঙে শান্তর আউটে। ৫৭ বলে ৩১ রান করে দারুণ খেলতে থাকা শান্তকে থামান রবিচন্দ্রন অশ্বিন। এ জুটির পর বাংলাদেশের ইনিংস টেনে নেওয়ার দায়িত্ব নেন মুমিনুল।
মুশফিকুর রহিমকে (৬) সঙ্গে নিয়ে ২৭ রানের জুটি গড়েছেন এই ব্যাটার। ৮১ বলে ৭ চারে ৪০ রানে অপরাজিত আছেন তিনি। ভারতের হয়ে অশ্বিনের ১ উইকেট বাদে বাকি দুটি শিকার আকাশ দ্বীপের।
ভালো জুটি গড়ে লাঞ্চে শান্ত-মুমিনুল
জোড়া উইকেটের ধাক্কা সামলে ভালো জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুই ব্যাটার মিলে ৮৩ বলে ৪৫ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। কানপুর টেস্টের প্রথম দিন প্রথম সেশন শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৪। শান্ত অপরাজিত আছেন ৬ চারে ৪৯ বলে ২৪ রানে আর মুমিনুল ৩ চারে ৪৮ বলে ব্যাট করছেন ১৬ রানে।
দুই ওপেনারকে হারানোর ধাক্কা ভালো ভাবেই সামলেছেন দুই ব্যাটার। দিনের শুরুতে কাভারে ঢাকা থাকায় কানপুর স্টেডিয়ামের উইকেটে ময়েশ্চার ছিল। বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে সেই সুবিধা নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুই ওপেনারকে ফিরিয়েছেন দ্রুত। এরপর প্রথম ঘণ্টা শেষে রোদ উঁকি দেওয়ায় উইকেটে ব্যাটিং করা কিছুটা সহজ হয়।
এরপর থেকে নির্বিঘ্নে জুটি গড়ে এগোচ্ছেন শান্ত-মুমিনুল। এমনিতে কানপুরের উইকেট তৈরি করা হয়েছে কালো মাটির। তবে এতে সজীব ঘাস থাকায় এতে ব্যাট করা খুব কঠিন নয়। টেস্টের প্রথম দিকে ব্যাটার জন্য রান করা সহজ হবে। প্রথম দিন প্রথম সেশনেই তার প্রমাণ মিলেছে। শান্ত-মুমিনুলরা এই সুযোগ কাজে লাগাতে পারলেই হয়।
বেশিক্ষণ টিকলেন না দুই ওপেনার
বৃষ্টিতে কাভারে ঢাকা উইকেটের সুবিধা নিতে বেশি সময় নেননি ভারতীয় বোলাররা। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ভয় তুলেছেন আর উইকেট নিলেন আকাশ দ্বীপ। দুই ওপেনারকেই ফিরিয়েছেন এই পেসার।
আকাশের জোড়া উইকেটে প্রথম ঘণ্টায় ২ উইকেটে ৪২ রানে পরিণত বাংলাদেশ। উইকেটে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত ১২ ও মুমিনুল হক ১ রানে।
জাকির হাসান কোন রান না করে বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন। কিন্তু ২৪ বলে ০ রানে থাকা এই ব্যাটারের লড়াই কাজে লাগেনি। আকাশের রাউন্ড দ্যা উইকেট থেকে করা ডিলেভারিতে গালিতে ক্যাচ দিয়েছেন রক্ষণাত্মক খেলতে গিয়ে।
অপর ওপেনার সাদমান বেশ খেলছিলেন। বুমরাহ, সিরাজ দুই বোলারের বিপক্ষেই বাউন্ডারী তুলেছেন। অথচ ২৪ রানের ইনিংসটি বাড়াতে পারেননি। ৩৬ বলে ৪ চারে ওই রান করে আকাশের বলে এলবিডব্লিউ হয়েছেন। আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় ভারত।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ ভারতের
সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্যে হেরে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে রোহিত শর্মা আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগের রাতে বৃষ্টি ও সকাল থেকে উইকেট কাভারে ঢাকা থাকায় আগে বোলিং নেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল না তার জন্য।
সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাহিদ রানা ও তাসকিন আহমেদের জায়গায় একজন পেসার ও একজন স্পিনার সুযোগ পেয়েছেন। দলে থাকা অপর পেসার খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম খেলছেন এই টেস্টে। এতে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে খেলছে। ভারত আগের একাদশই রেখেছে।
বাংলাদেশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ।
ভারত : জশস্বি জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দ্বীপ, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
ভেজা মাঠের জন্য কানপুরে টস হতে দেরি
ঢাকার মতো কানপুরেও বৃহস্পতিবার সারাদিন আকাশ ভেঙে বৃষ্টি ঝড়েছে। সেই প্রভাব পড়ল শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে। মাঠ ভেজা থাকায় যথাসময়ে হয়নি টস।
আম্পায়ার ও ম্যাচ রেফারির পর্যবেক্ষণ অনুযায়ী টসের সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টায় দ্বিতীয় পর্যবেক্ষণ হবে। পিচের ওপর থাকা কাভার সরিয়ে নেওয়া হয়েছে। তবে ম্যাচ শুরু হতে ১০টার চেয়েও বেশি সময় লাগবে।
কানপুরে সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল ভারত। তিন বছর পর এবার। এই টেস্টের উইকেট কালোমাটির, তবে এখানে হালকা সবুজ ঘাসও রাখা হয়েছে। ধারাভাষ্যকার মুরলি কার্তিক বলেছেন এমন উইকেটে রান করা সহজ। তবে আগের রাতে বৃষ্টির কারণে উইকেট কাভারের নিচে থাকায় শুরুতে বোলাররা সুবিধা পাবেন।