ইরা বিবি। বয়সের ভারে ন্যুব্জ। ভালোমতো কথাও বলতে পারেন না। কিন্তু কোনোকিছুই শতবর্ষী এই নারীর ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি।
নাতির সাহায্য নিয়ে রবিবার বেলা ১১ টায় ঠিকই হাজির হয়েছেন ঢাকার তুরাগ থানার বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি আনন্দিত।
ইরা বিবির নাতি স্বাধীন সকাল সন্ধ্যাকে বলেন, “আমার দাদি আজ ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন। তার বয়স বেশি। এ কারণে আমি সঙ্গে এসেছি। ভোট দিতে পেরে দাদি খুবই খুশি।”
স্বাধীনের দাবি, তার দাদি ইরা বিবির বয়স সোয়াশ বছর।