Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি

বাংলাদেশ
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে বৃষ্টি হচ্ছে। এর ধাক্কা পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টেও। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বুধবার যথাসময়ে খেলা শুরু হতে পারেনি। বাংলাদেশ সময় বেলা ১২টায় তৃতীয়বার মাঠ দেখবেন আম্পায়াররা।

ম্যাচ শুরুর কথা ছিল বাংলাদেশ সময় সকাল ১১টায়। কিন্তু ১০টার দিকে প্রথম মাঠ পরীক্ষার সময় জানা যায় আউটফিল্ড ভেজা থাকায় টস দেরিতে হচ্ছে। আম্পায়াররা ১১টায় দ্বিতীয়বার মাঠ পরীক্ষা করতে এসে আরও ১ ঘন্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম সেশন শেষ।

বৃষ্টির কারণে এর আগে পাকিস্তান “এ” দলের বিপক্ষে বাংলাদেশ “এ” দলের ম্যাচও বিঘ্নিত হয়। দুটি চারদিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে পুরোপুরি চারদিন খেলাই হয়নি। ইসলামাবাদে ম্যাচটির দুদিন নষ্ট হয়। এছাড়া দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথমদিনটিও মঙ্গলবার পন্ড হয়েছে।

বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের একাদশ আগেই ঘোষণা করেছে পাকিস্তান। টসের সময় বাংলাদেশ একাদশ ঘোষণা করবে।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত