Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মালয়েশিয়া পাচারের সময় ১২ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪

Cox's-Bazar-Detain
[publishpress_authors_box]

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সাগর পথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় পাচার কাজে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়।

উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে তিনজন নারী ও নয়জন কিশোরী। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

আটক চারজন হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নুরুল আমিন (২৫), নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার আল আমিন (২৪)।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য সোমবার ভোরে সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানে কিছু লোককে জড়ো করার খবর আসে। এরপর সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৪ জনকে আটক করে উদ্ধার করা হয় ১২ জনকে।

তিনি জানান, উদ্ধার করা রোহিঙ্গাদের ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত