প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে মানুষ রাস্তায় নেমে আসেন। একের পর এক মিছিল নিয়ে দলে দলে মানুষ যে যার মতো করে শাহবাগে চলে যান। একই সঙ্গে গণভবনসহ সরকারী সকল ভবনেই হামলা-লুটপাট করেছে কিছু মানুষ।
শুধু তাই নয়, আওয়ামীলীগের মন্ত্রীদের বাড়িতেও হামলা চালানো হয়। বাদ যায়নি মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়ি ও মাগুড়ায় সাকিব আল হাসানের পার্টি অফিস।
সোমবার দুপুরে নড়াইল চৌরাস্তার কাছাকাছি মাশরাফীর বাড়িতে আক্রমণ করেন দুর্বৃত্তরা। এ সময় মাশরাফি অবশ্য গ্রামের বাড়িতে ছিলেন না। মাশরাফির ঘনিষ্ট সূত্র সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছে তার গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
সূত্র জানান, “দুপুরের দিকে এক দল লোক আচমকা বাড়ির গেটে আক্রমণ করে। ক্রমে তারা ঘরের ভেতরে ঢুকে বাড়ির সকল আসবাবপত্র ভাঙ্গেন। সবশেষে আগুণ দিয়ে দেন। অবশ্য এই সময় মাশরাফি বাড়িতে ছিলেন না। তিনি আছেন ঢাকায়। তবে মাশরাফির বাবা-মা ভালো আছেন।”
এদিকে মাগুরার কেশব মোড়ে থাকা সাকিবের বাড়ির কাছাকাছি থাকা পার্টি অফিস ভেঙ্গেছে দুর্বৃত্তরা। সাকিব সংশ্লিষ্ট এক সূত্র সকাল সন্ধ্যাকে জানান, “সাকিবের পার্টি অফিস পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছে। তবে বাড়িতে হামলা করেনি তারা। ভালো আছেন সাকিবের বাড়ির লোকেরা।”