Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মিরাজ বললেন, আমরা এখনও হেরে যাইনি

Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

জমে উঠেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। কানপুরে ম্যাচের তিনদিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর চতুর্থ দিন শেষ হয়েছে দুই দলের দুই ইনিংস। পঞ্চম দিন ফলাফল হতে হলে কোন এক দলের ইনিংস শেস হতে হবে দ্রুত। সেই ঝুঁকিতে আছে বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ আশা হারাচ্ছেন না। দিন শেষে সংবাদ সম্মেলনে জানালেন এখনও হেরে যায়নি বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা। ভারতের লিড টপকাতে এখনও ২৬ রান দরকার। এই অবস্থান থেকে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানানোর স্কোর গড়া কঠিন। পঞ্চম দিন কমপক্ষে দুই ইনিংস না খেললে বাংলাদেশের জন্য ম্যাচ বাঁচানো কঠিন। তবে এখনও হারের চিন্তা মাথায় আনছেন না মিরাজ, “এখনও যে আমরা হেরে গেছি এমন কিন্তু না। আমরা এরকম অনেক ম্যাচ জিতেছি আবার অনেক ম্যাচে এরকমও আছে যে ভালো করেছি। এখন আমাদের যে ব্যাটাররা আছে তাদের জন্য চ্যালেঞ্জিং। উইকেট এখনও ভালো আছে। আমরা উপর থেকে যদি একটা ভালো জুটি দিতে পারি। একটা সেশন খেলতে পারি। তাহলে ভালো কিছু হতেও পারে। এখনও একটা দিন আছে তো এখনই আমরা হারের চিন্তা করছি না।”

বাংলাদেশ সেই পথে এগোতেও চাইছে না। সফরকারীদের নজর ড্রয়ের দিকে। মিরাজ জানিয়েছেন, “আমাদের আগে নিজেদের সেফটিটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো যত সময় ব্যাট করতে পারি। তাহলে এটা আমাদের জন্যও ভালো হবে দলের জন্যও ভালো হবে। আমরা চেষ্টা করবো যেন কালকে লম্বা সময় ব্যাট করতে পারি। কোন পরিস্থিতি তৈরি হলে তখন জেতার চিন্তা করবো। আগে নিজেদের ভালোটা করি এরপর জয়ের চিন্তা।”

শক্তিশালি ভারত বলেই সংবাদ সম্মেলনে রক্ষনাত্মক মিরাজ। এছাড়া উপায়ও নেই। একে তো টেস্টেও টি-টোয়েন্টি খেলায় পরদর্শী ভারত, তার ওপর দুই দিনের টেস্ট। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি প্রথম। মিরাজ জানিয়েছেন, “এরকম আগে কখনও হয়নি যে আমরা দুই দিনের টেস্ট খেলছি। এটা অবশ্যই নতুন একটা জার্নি। এখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। ভারত শুধু এক ফরম্যাটে না, তিন ফরম্যাটেই ভালো খেলে। পরিস্থিতি অনুযায়ী যেভাবে ওরা খেলে তাতে বিপক্ষ দল যেমন আমাদের অনেক কিছুই শেখার আছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত