বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ক্রিকেট বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে তারাই। সেই ভারতীয় বোর্ডের ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফিতে ঘটল ন্যাক্কারজনক কাণ্ড। সবচেয়ে বেশি ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিপক্ষে খেলতে গতকাল মাঠে এসে পড়েছিল বিহারের দুই দল! পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে টস করতে তৈরি ছিলেন বিহারের দুই দলের দুই অধিনায়কও!
আসলে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই ঘটেছে এমন কাণ্ড। ম্যাচের প্রথম দিনের সকালে বিহারের দুটি দল মাঠে চলে আসে। একটি দল সংস্থার সভাপতি রাকেশ তিওয়ারি বাছাই করা। আর একটি দল গড়েছিলেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অমিত কুমার। দুটি দলের একাদশ ছিল একেবারে আলাদা। রাকেশ তিওয়ারি এবং অমিত কুমার দু’জনেই দাবি করেন, তাঁদের বাছাই করা দলই আসল।
ম্যাচের আগে দুই দলের কর্মকর্তাদের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য-বিনিময় । ব্যাপারটা হাতাহাতিতেও পৌঁছে যায়। অবশেষে, স্থানীয় পুলিশের হস্তক্ষেপে ম্যাচ শুরু হয় সকাল ১১টার দিকে। সভাপতি রাকেশ তিওয়ারির বাছাই করা দলটিই মাঠে নামে শেষ পর্যন্ত।
দুই দলের কর্তাদের এমন হাতাহাতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। ভারতীয় টেস্ট ক্রিকেটার আজিঙ্কা রাহানের প্রচেষ্টায় শেষ পর্যন্ত শান্ত হন দর্শকরা।
উত্তেজনার পর বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাকেশ তিওয়ারি বলেন, “আমরা যোগ্যতার ভিত্তিতে দল গড়েছি। আপনি বিহার থেকে যে প্রতিভা আসছে তা দেখুন। আমাদের একজন ক্রিকেটার (শাকিব হুসেন) আছে, যাকে আইপিএলে নেওয়া হয়েছে। আমাদের একটি ১২ বছর বয়সী এক বিস্ময়কর প্রতিভার এই ম্যাচে অভিষেক হয়েছে। অন্য দলটি সাসপেন্ড করা সচিব বাছাই করেছে। তাই ওই দলটি আসল দল হতে পারে না।”
সচিব অমিত তিওয়ারি সভাপতির দাবিকে চ্যালেঞ্জ করে বলেন, “আমি নির্বাচনে জিতেছি, এবং আমি বিসিএ-র একজন অফিসিয়াল সচিব। আপনি একজন সচিবকে সাসপেন্ড করতে পারবেন না। দ্বিতীয়ত, একজন প্রেসিডেন্ট কী ভাবে দল নির্বাচন করতে পারেন? আপনি কি কখনও বিসিসিআই সভাপতি রজার বিনিকে দল ঘোষণা করতে দেখেছেন? আপনি সব সময়ে সচিব জয় শাহের স্বাক্ষর দেখতে পাবেন।”
লজ্জাজনক কাণ্ডের পর প্রথম দিন মুম্বাইকে ২৫১ রানে অলআউট করেছিল বিহার।