টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন তাকে ছাড়া অসম্পূর্ণ, মুশফিকুর রহিম সেই প্রমাণ আবারও দিলেন। রাওয়ালপিন্ডিতে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি করতে যাচ্ছেন তিনি। অসম্ভব দৃঢ়তার এক ইনিংসে ৩১৪ বলে ১৭৩ রানে অপরাজিত আছেন। তার ব্যাটে চড়ে লিড পেয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪৯৫ নিয়ে টেস্টের চতুর্থ দিন চা বিরতিতে বাংলাদেশ। লিড ৪৭ রানের।
২০০৫ সালে অভিষেকের পর ১৯তম বছরে ৮৮তম টেস্ট খেলছেন মুশফিক। দীর্ঘ ক্যারিয়ারের জন্যই শুধু নয় ফিটনেসের দিকে থেকেও দলে সবার চেয়ে এগিয়ে তিনি। সেই শতভাগ ফিটনেসের সুফল পেয়েছেন মুশফিক। রাওয়ালপিন্ডিতে প্রচন্ড গরমে দেড়দিন ব্যাট করেও ক্লান্তির রেশ নেই মুশফিকের।
নেই মনসংযোগের ব্যাঘাতও। ১৫০ রানের আগ পর্যন্ত মুশফিক ভুল করেননি একবারও। তাকে বিপদেও ফেলতে পারেনি পাকিস্তান বোলাররা। ১৫০ করার পর সালমান আগার বলে লেগ স্লিপে ক্যাচ দিয়েছিলেন সিঙ্গেল নেওয়ার চেষ্টায়। বাবর আজম ক্যাচ হাতে রাখতে পারেননি।
জীবন পেয়ে আরও নিঁখুত ছিলেন মুশফিক। চা বিরতির আগে রান তুলেছেন দ্রুত। তাতে ৩১৪ বলে ২০ চার ও ১ ছক্কায় তার সংগ্রহ ১৭৩ রানের। সঙ্গী মেহেদী হাসান মিরাজ অপরপ্রান্তে ১২৪ বলে ৩ চারে অপরাজিত আছেন ৫০ রানে। এটি তার ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি।
দুজনের ১৬৩ রানের জুটিতে সিরিজের প্রথম টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। ৪৭ রানের লিড নিয়ে চা বিরতির পর পাকিস্তানকে আরও চাপে ফেলার চেষ্টা থাকবে সফরকারীদের।