পুরোনো নেতৃত্ব নতুন করে কাঁধে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমের শততম টেস্টের সিরিজে বাংলাদেশের অধিনায়কত্ব তার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশ টেস্ট খেলার কৃতিত্ব পেতে যাচ্ছেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এই মাইলফলক গড়বেন দেশ সেরা এই ব্যাটার।
মোট ৯৮ টেস্টে এখন পর্যন্ত ১৮১ টেস্টে ৬ হাজার ৩২৮ রান করেছেন মুশফিকুর রহিম। প্রথম সেঞ্চুরি টেস্টের মতো প্রথম হিসেবে তিনটি দ্বিশতকও মুশফিকের। সর্বোচ্চ রান অপরাজিত ২১৯। আয়ারল্যান্ড টেস্ট সিরিজ খেলার আগে ঘরোয়া ক্রিকেটে দারুণ সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। জাতীয় লিগে সিলেটে ঢাকা বিভাগের বিপক্ষে ১১৫ রানের ইনিংস খেলেছেন তিনি। চারদিনের ম্যাচটি অবশ্য ড্র হয়।
মুশফিকসহ জাতীয় টেস্ট দলের বাকিরা আছেন ১৪ জনের দলে। ওপেনার সাদমান, জয়, মুমিনুল, খালেদ, হাসান মুরাদরা আছেন। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে এই প্রথম দুই টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।



