লাঞ্চের আগে নার্ভাস নাইনটিজে ছিলেন মুশফিকুর রহিম। কোন বিরতির আগের সময়টা ব্যাটারদের জন্য বরাবরই নড়বড়ে। মুশফিকুর রহিমকে এই অনিশ্চয়তা আঁকড়ে ধরেনি। উল্টো সেঞ্চুরি করে দলকে লিড নেওয়ার দিকে এগিয়ে নিচ্ছেন।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দারুণ নির্ভার ব্যাটিংয়ের সুফল পেয়েছেন মুশফিক। লাঞ্চের আগেই শতক পূরণ করে অপরাজিত আছেন ২০৮ বলে ১০১ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৮৯ রান তুলেছে। পাকিস্তানের চেয়ে এখনও ৫৯ রানের পিছিয়ে সফরকারীরা।
টেস্টের আরও দেড় দিন বাকি আছে। মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে দারুণ জবাব দিয়েছে বাংলাদেশ। চার উইকেট নিয়ে স্পাগতিকদের লিড ছুঁড়ে দেওয়ার ভালো সম্ভাবনাও আছে সফরকারীদের।
টেস্টে নিজের ১১তম সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। পাকিস্তানের মাটিতে এই প্রথম। বিশ্বে তিন ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটরক্ষক ব্যাটার এই টেস্টে ইনিংসের শুরু থেকেই ছিলেন দৃঢ়। সেই দৃঢ়তা পূর্ণতা পেয়েছে সেঞ্চুরিতে। লিটন দাশকে নিয়ে ১১৪ রানের জুটির পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েছেন।
মিরাজ অপরাজিত আছেন ৪৪ বলে ১৭ রানে। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ লিটনকে হারিয়েছে। ৭৮ বলে ৫৬ রান কার লিটন নাসিম শাহয়ের একটি এক্সট্রা বাউন্স হওয়া বল সামলাতে ব্যর্থ হন। ক্যাচ দেন উইকেটের পেছনে।