Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মুশফিক ১৯১ বাংলাদেশ ৫৬৫

মিরাজ-মুশফিক
[publishpress_authors_box]

বিদেশের মাটিতে দুর্দান্ত একটি টেস্ট পেতে যাচ্ছে বাংলাদেশ। দেশের বাইরে টেস্টে সুখকর স্মৃতি আছে খুব কম। অনেকদিন পর টেস্টে নামার জড়তাও সঙ্গে ছিল।

অথচ নাজমুল হাসান শান্তরা সব কাটিয়ে উঠলেন দুর্দান্ত ভাবে। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে উৎকৃষ্ট ব্যাটিং শৈলী নিয়ে উপস্থিত ব্যাটাররা। তাতে প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়াল ৫৬৫ রান।

বিদেশের মাটিতে এ নিয়ে মাত্র চতুর্থবার পাঁচশোর বেশি দলীয় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে টেস্টে ১১তম। এই সাফল্যে লিড এসেছে ১১৭ রানের। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করায় লিডের চাপ তাদের ওপর।

প্রায় দুই দিন ফিল্ডিংয়ের ক্লান্তি ও লিডের চাপ মাথায় নিয়ে টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে নামছে পাকিস্তান। রাওয়ালপিন্ডির উইকেট যে আচরণ করছে তাতে এই টেস্টে ফল কি হবে আগে থেকেই অনুমাণ করা যায়। তবুও স্বাগতিকরা গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পেতে চাইলে বিশেষ কিছু করতে হবে।

নয়তো উল্টো বিশেষ কিছু পেয়ে যাবে বাংলাদেশ। পাকিস্তানে প্রথম টেস্ট ড্র ভেন্যুটিতে সব ফরম্যাট মিলিয়ে ২০ ম্যাচের সবকটিতে হেরে যাওয়া বাংলাদেশের জন্য বিশেষ-ই বটে। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট প্রাপ্তির আনন্দও থাকছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত