Beta
সোমবার, ৪ মার্চ, ২০২৪

মেসির জার্সিতে বার্সায় শুরু ‘নতুন রোনালদোর’

রোনালদিনহো তখন তুখোড় ফর্মে। সর্বকালের অন্যতম সেরা বলেও আলোচনা করছিলেন অনেকে। এই ব্রাজিলিয়ান তারকা সে সময়ই বলেছিলেন,‘‘ আমার চেয়ে বার্সেলোনায় বেশি প্রতিভাবান ফুটবলার আছে একজন। ও লিওনেল মেসি।’’
অথচ মেসির তখন অভিষেকই হয়নি। রোনালদিনহোর কথা সত্যি করে মেসি শুধু বার্সার নয়, সর্বকালের অন্যতম সেরাই হয়ে উঠেছেন ফুটবলের। ২০০৪-০৫ মৌসুমে বার্সায় তার শুরুটা হয়েছিল ১৯ নম্বর জার্সি পড়ে।
মেসির ১৯ নম্বর পেলেন রকি
গতকাল কাতালান ক্লাবটির হয়ে অভিষেক হল আরও এক প্রতিভাবানের। তিনি ১৮ বছর বয়সী ভিতর রকি। ব্রাজিলে তাকে ডাকা হচ্ছে নতুন রোনালদো। অমিত প্রতিভাবান এই ফরোয়ার্ড মেসির ১৯ নম্বর জার্সি পড়েই লাস পালমাসের বিপক্ষে খেললেন প্রথম ম্যাচ। গোলের সুযোগও পেয়েছিলেন একবার, সেটা করতে পারলে অভিষেকটা রাঙাতে পারতেন ভালোভাবে।

বার্সার জার্সিতে অভিষেক ম্যাচে ভিতর রকি। ছবি : টুইটার

অভিষেকের পেছনে রাজনীতি!
৭৮ মিনিটে ফেরান তরেসের বিপক্ষে নেমে ২২ মিনিটই খেলেছেন রকি। এর মিনিট ছয়েক আগেই তুলে নেওয়া হয়েছিল রাফিনিয়া ও রবার্ত লেভানদস্কিকে। ছন্দ হারানো লেভানদস্কিকে চাপে ফেলতেই ১৮ বছরের রকিকে মাঠে নামিয়েছেন জাভি, এমন মন্তব্য করে বিতর্কই তৈরি করেছেন প্রখ্যাত সাংবাদিক গ্রাহাম হান্টার,‘‘ রকি অমিত প্রতিভাবান তবে এখনই বার্সার হয়ে খেলতে প্রস্তুত নয়। ওকে আরও সময় দেওয়া উচিত। রকির মাঠে নামার পেছনে কাজ করেছে ক্রীড়া রাজনীতি। ওকে খেলিয়ে ছন্দ হারানো লেভানদস্কিকে বার্তা পাঠিয়েছেন জাভি।’’

গোলই নেশা
ব্রাজিলের অনুর্ধ্ব-২০ দলে ১১ ম্যাচ খেলেছেন রকি। তাতে গোল করেছেন ৮টি। আসলে গোলই নেশা রকির। ২০২২ সালে ব্রাজিলের অ্যাথলেতিকো পারানেনসে যোগ দিয়ে করেছিলেন ২১ গোল। রোনালদোর মত গোলের নেশা দেখে তাকে জাতীয় দলেও এক ম্যাচ খেলিয়েছেন কোচ রেমন মানেজেস। গত বছর মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে বদলি হয়ে নেমেছিলেন ৬৫ মিনিটে।
বার্সেলোনায় রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো
গত বছরের জুলাইয়ে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রকিকে অ্যাথলেতিকো থেকে কেনার কথা। ট্রান্সফার ফির অঙ্কটা ৩৫ মিলিয়ন ইউরোর মতো। তবে রকির রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist