Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মোংলায় ট্রলারডুবি, বন্দরে অ্যালার্ট ৪

মোংলা বন্দর।
মোংলা বন্দর।
[publishpress_authors_box]

ঘূর্ণিঝড় রেমালের কারণে চলমান সতর্কতা ও নিষেধাজ্ঞার মধ্যেই বাগেরহাটের মোংলার পশুর নদীতে একটি ট্রলার ডুবে গেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, কেউ নিখোঁজও হয়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ জানান, রবিবার সকাল ৯টার দিকে পশুর নদী পারাপারের সময় একটি যাত্রীবাহী ট্রলার ঘাটের কাছে ডুবে যায়। ট্রলারের সব যাত্রী সাঁতরে তীরে উঠেছে।

এখন ট্রলারটি উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিস।

শনিবার রাতেই অন্যান্য উপকূলীয় এলাকার মতো পশুর নদীতেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপরেও ঝুঁকি নিয়ে সকালে যাত্রী পারাপার করছিল ট্রলারটি। স্থানীয়দের অভিযোগ, নৌযানটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলা হয়েছিল।

অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে মোংলা বন্দরে অ্যালার্ট ফোর জারি করা হয়েছে। এটি বন্দরের নিজস্ব অ্যালার্ট সিসেস্ম।

বন্দরের উপ-পরিচালক মাকরুজ্জামান বলেন, “সকালে মোংলা বন্দরে অ্যালার্ট ফোর জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলা ও নিরাপত্তা নিশ্চিতে এটি বন্দরের সর্বোচ্চ নিরাপত্তা সংকেত। এখন বন্দরে সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।”

বন্দরের বর্হিনোঙ্গরে ছয়টি জাহাজ রয়েছে। এগুলোর মধ্যে দুটি গ্যাসের জাহাজ। অন্য চারটিতে আছে সিমেন্ট তৈরীর কাঁচামালসহ অন্য মালামাল।

খুলনা বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আমীরুল আজাদ বলেন, “ঝড়ের অগ্রভাগ উপকূলে আঘাত এনেছে। দুপুর তিনটা থেকে সন্ধ্যার মধ্যে এটি সুন্দরবন, খুলনা ও সাতক্ষীরা উপকূলের উপর দিয়ে যাবে।”

আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার দুপুরে রেমালে কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত উঠছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত