অনিশ্চিত হয়ে পড়েছিল ম্যাচটাই। বৃষ্টি ছিল সকাল থেকে। তবে বেশি আতঙ্ক ছড়িয়েছে বজ্রপাত। থেমে থেমে হওয়া বজ্রপাতে ব্রিসবেনে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অবশ্য পরিত্যক্ত হয়নি। আড়াই ঘণ্টা দেরীতে শুরু হওয়া ম্যাচের ব্যাপ্তি কমে হয় সাত ওভার।
সাত ওভারে ধামাকাই হলো রীতিমতো। পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া। জস ইংলিসের নেতৃত্বে খেলা অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ৯৩ রানের জবাবে পাকিস্তান থামে ৯ উইকেটে ৬৪-তে।
Scary skies in Brisbane tonight #AUSvPAK pic.twitter.com/XWpNbADEtu
— cricket.com.au (@cricketcomau) November 14, 2024
শুরুতে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে তুলেছিলেন ১৯ বলে ৫ বাউন্ডারি ৩ ছক্কায় তিনি করেন ৪৩। মার্কাস স্টোয়নিস ৭ বলে করেন ২১। ঝড়। অস্ট্রেলিয়া ওভার প্রতি রান তোলে ১৩.২৮ রেটে। নাসিম শাহ ২ ওভারে ৩৭ আর শাহিন শাহ আফ্রিদির ২ ওভারে খরচ ২৫ রান। দুজনই নেন ১টি করে উইকেট।
জবাবে প্রথম ১৫ বলে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ০, বাবর আজম ৩, উসমান খান ৪, সালমান আগা ফেরেন ৪ রানে। শেষ দিকে আব্বাস আফ্রিদি ১০ বলে ২০ করায় স্কোরটা ৬৪-তে পৌঁছে পাকিস্তানের। সমান ৩টি করে উইকেট নাথান এলিস জ্যাভিয়ার বারটলেটের। ম্যাচ সেরার পুরস্কার গ্লেন ম্যাক্সওয়েলের।