Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ম্যারাডোনার ৩০ বছরের ‘নিপীড়নের’ সমাপ্তি

777777777777777
[publishpress_authors_box]

একদিন, দু-দিন নয়। ডিয়েগো ম্যারাডোনার লড়াইটা ছিল ৩০ বছরের। কর ফাঁকি মামলায় অবশেষে আর্জেন্টাইন এই কিংবদন্তিকে গতকাল অব্যাহতি দিয়েছে ইতালির সর্বোচ্চ আদালত।
ইতালির রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে লড়াইয়ে জেতার খবরটি এল, তার মৃত্যুর তিন বছর পর। ম্যারাডোনার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানির কাছে ব্যাপারটা ছিল নিপীড়ন’। রায়ের পর তিনি বললেন, ‘‘অবশেষে এটা শেষ হলো। এখন স্পষ্টভাবে নির্ভয়ে বলতে পারি যে, ম্যারাডোনা কখনোই কর ফাঁকি দেননি। চূড়ান্ত রায় ভক্ত, ফুটবলের মূল্যবোধ ও ম্যারাডোনার স্মৃতির প্রতি ন্যায়বিচার করেছে। ৩০ বছর ধরে যে নিপীড়ন তার ওপর চলছিল, তারও সমাপ্তি ঘটল ‘’
ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা ইতালির নাপোলিতে কাটিয়েছেন ম্যারাডোনা। ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ সালে নাপোলিকে লিগ শিরোপা এবং ১৯৮৮-৮৯ সালে উয়েফা কাপ জেতান এই কিংবদন্তি। এজন্য তাকে ডাকা হয় নাপোলির রাজা। কর ফাঁকির অভিযোগটা উঠে তখনই। অভিযোগ করা হয়, লিখটেনস্টাইনের প্রক্সি কোম্পানি ব্যবহার করে ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত নাপোলি থেকে পাওয়া ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন ম্যারাডোনা।
এর তদন্ত শুরু হয় ১৯৯০ সালে। ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগও সামনে আনা হয় পরে। ইতালি সফরের সময় হাতের ঘড়ি বাজেয়াপ্ত করার মত ঘটনাও ঘটেছে ম্যারাডোনার সঙ্গে।
এজন্য চূড়ান্ত রায়ে নিরপরাধ প্রমাণ হওয়ায় তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি দিলেন ক্ষতিপূরণের হুমকি, ‘‘এখন তার উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দাবি করার আইনগত অধিকার রয়েছে। আশা করছি তারা এ সুযোগ গ্রহণ করবে। বাবার স্মৃতির জন্যই এটা করবে তারা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত