Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

যমুনা : যেখানে উঠছেন ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ছবি : সকাল সন্ধ্যা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের আবাসস্থল হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। বসবাসের উপযোগী করতে ঢাকার হেয়ার রোডের পুরো ভবনটি প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার দেশে ফেরার পর রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নোবেলবিজয়ী ইউনূসের বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে।

তার আগে সকাল থেকে ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ভবনের সামনে নিরাপত্তা বেষ্টনী দেখা যায়নি।

আধখোলা প্রধান ফটকের ভেতরে পরিচ্ছন্নতাকর্মীদের ঝাড়ু দিতে দেখা যায়। চারপাশের সীমানা প্রাচীর পরিষ্কার করা হচ্ছে। প্রাচীরের পাশে গাছপালার ঝুল কাটছেন কর্মীরা।

এর পাশাপাশি লনগুলো পরিষ্কার করা, ঘাস কাটার কাজ চলছে। চেয়ার-টেবিলসহ আসবাবপত্রও নতুন করে সাজানো হচ্ছে বলে জানা গেছে।

সরকারি আবাসন পরিদপ্তরের তত্ত্বাবধানে চলছে সাজানো গোছানোর কাজ। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের নেতৃত্ব দিচ্ছেন।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা সকাল সন্ধ্যাকে বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার থেকেেই গোছানোর কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের আবাসস্থল ছিল। সেই সরকারে উপদেষ্টা ছিলেন ড. ইউনূস।

২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানও দায়িত্ব পালনকালে যুমনাতেই ছিলেন। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এই ভবনেই থেকেছেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর শেখ হাসিনাও প্রথম দিকে কিছুদিন যমুনায় ছিলেন। পরে তিনি গণভবনে উঠে যান। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট গণভবন ছেড়ে ভারতে চলে যান তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ছবি : সকাল সন্ধ্যা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ছবি : সকাল সন্ধ্যা

এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের জন্যও রাষ্ট্রীয় আবাসনগুলো প্রস্তুত করা হচ্ছে। এজন্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের আবাস ২০টি বাংলো প্রস্তুত করা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে প্যারিস থেকে বৃহস্পতিবারই ঢাকায় আসছেন ড. ইউনূস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিমানবন্দর থেকে ইউনূস প্রথমে যাবেন মিরপুরের ইউনূস সেন্টারে। এরপর সামরিক প্রোটোকলে নিরাপত্তা দিয়ে তাকে বঙ্গভবনের নিয়ে যাওয়া হবে। সেখানেই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত