বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠের লড়াই শুরু হল বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি খেলছেন নাজমুল হোসেন শান্তরা। এ ম্যাচ দিয়েই এবারের আসরে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রেইরি ভিউ মাঠ বাংলাদেশের জন্য একদমই অচেনা কন্ডিশন। প্রথম ম্যাচে টস জিতে এখানেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। নতুন কন্ডিশনে আগে ব্যাটিং করতে হবে শান্তদের।
আগেই জানা ছিল এ সিরিজে খেলবেন না দলের সেরা পেসার তাসকিন আহমেদ। তাসকিনের বদলে সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় পেসার নেয়নি বাংলাদেশ। দুই পেসারের সঙ্গে স্পেশালিস্ট দুই স্পিনার আছেন। এছাড়া সাকিব আল হাসান আছেন অপর স্পিনার। প্রয়োজনে সৌম্য সরকারও বল করবেন।
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র : মোনান্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আদ্রিয়াস গৌস, কোরে অ্যান্ডারসন, মোহাম্মদ আলি খান, হারমিত সিং, জাসদ্বিপ সিং, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নাত্রাভালকার, স্টিভেন টেলর।