Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্র ভিসা পেলেন না লামিচানে

sandeep-lamichhane-151738727-16x9_1
[publishpress_authors_box]

বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও টুর্নামেন্টে খেলা হচ্ছে না সন্দ্বীপ লামিচানের। নেপালের তারকা লেগ স্পিনারকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। লামিচানে নিজেই টুইটারে একটি পোস্ট দিয়ে ভিসা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মাসের ১৫ তারিখ ধর্ষণ অভিযোগ থেকে আপিল করে শাস্তি মওকুফ পেয়েছিলেন লামিচানে। এরপরই এই লেগ স্পিনারকে বিশ্বকাপ দলে রাখার ঘোষণা দেয় নেপাল ক্রিকেট বোর্ড। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেয় তারা। আইসিসি থেকে নির্ধারিত ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ থাকায় নেপাল বোর্ডের জন্য সুবিধা হয়।

সে অনুযায়ী দ্রুত নেপালের আমেরিকা অ্যাম্বাসিতে আবেদন করেন লামিচানে। বুধবার আবেদন করে ভিসা পেতে ব্যর্থ হন। টুইটারে বিষয়টি নিশ্চিত করে লামিচানে জানিয়েছেন, “ইউএস অ্যাম্বাসি নেপাল আবারও সেই কাজটি করেছে যা তারা ২০১৯ সালেও করেছিল। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার জন্য আমাকে ভিসা দেয়নি তারা। দুর্ভাগ্যজনক, আমি নেপাল ক্রিকেটের সকল শুভাকাঙ্খীর কাছে দুঃখ প্রকাশ করছি।”

২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছিলেন লামিচানে। সেবার যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি। লামিচানে না থাকায় দলে একজন লেগ স্পিনার পাচ্ছে না নেপাল। দলটি ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও বাংলাদেশের সঙ্গে আছে। ১৭ জুন এই গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত