Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

যুব চ্যাম্পিয়নরা পাচ্ছেন এক লাখ টাকা করে

Capture
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

যুব এশিয়া কাপ জয়ী তরুণদের এখনই অর্থের মোহে ফেলতে চাননি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। পুরো দলের সঙ্গে ডিনারের দিন এমনটাই বলেছিলেন। তবুও বিশাল অর্জনের পুরস্কার তো দিতেই হয়। তাই একটু দেরিতে হলেও তরুণদের জন্য এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করল বিসিবি।

শুধু ক্রিকেটাররাই নয়, অর্থ পুরস্কার পাচ্ছেন দলের কোচিং ও সাপোর্ট স্টাফরাও। ক্রিকেটাররা সবাই ১ লাখ টাকা করে পাবেন। আর বাকিরা পাচ্ছেন ৫০ হাজার করে। বিসিবি থেকে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

গত ১৯ ডিসেম্বর যুব ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন নাজমুল হাসান পাপন। নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ততা রেখে ছুটে আসেন তিনি। ওই সময় তরুণদের জানিয়েছেন এশিয়া কাপ জয়ের সাফল্যে খুশি হয়ে প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। নির্বাচনের পর শীঘ্রই মাহফুজুর রহমান রাব্বিদের সেই সুযোগ করে দিবেন।

এই সম্ভাবনাটা অবশ্য ক্ষীণ। শীঘ্রই যুব বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা রওনা হবেন রাব্বিরা। ১৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি দেশটিতে হবে যুব বিশ্বকাপ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত