Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

রংপুরের অনুশীলনে সাকিব, চোট পেলেন তামিম

৩৪
[publishpress_authors_box]

বিপিএলের ব্যক্তিগত প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। তবে দল হিসেবে সবার আগে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসান এবার তাদের সঙ্গী। প্রথমদিনের অনুশীলনে ব্যাট হাতে ছিলেন তিনিও।

সাকিবের পুরোদমে অনুশীলনে ফেরার দিনেই চোটে পড়লেন তামিম ইকবাল। দু’দিন আগে থেকেই ব্যাট হাতে মিরপুরের ইনডোরে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন।  সঙ্গে পেয়েছিলেন তাসকিন-লিটনকেও। ওই তাসকিনের বলেই ব্যাট করতে গিয়ে আঙ্গুলে চোট পান তামিম।

তামিমের চোটটা বাম হাতের তর্জনীতে। ব্যথা পাওয়ার পর ইনডোরে চলে যান এই ব্যাটার। সেখানে ফিজিও বায়েজীদুল ইসলামের কাছে শুশ্রূষা নিতে দেখা যায় তামিমকে। এরপর আঙুলে ব্যান্ডেজ করে মিরপুর ছাড়েন।

অবশ্য এই ইনজুরি বড় কিছু নয় বলে জানিয়েছেন বায়েজীদ। আঙুল যেন ফুলে না যায় তাই ব্যান্ডেজ করে সতর্কতা নেয়া হয়েছে।

এদিকে মিরপুরে উপস্থিত হলেও সকালে সেখানে অনুশীলন করেননি সাকিব। ইনডোরে তখন ব্যাট করছিলেন তামিম। আগেরদিন ইনডোরে রেখে যাওয়া ক্রিকেট ব্যাগ নিয়ে সরাসরি বসুন্ধরা স্পোর্টস কমেপ্লেক্সে চলে আসেন সাকিব।

সেখানেই ব্যাট-প্যাড পরে বিশ্বকাপের পর প্রথমবার নেটে নামেন। নেটে শুরুটা ধীরে করেছেন সাকিব। থ্রোয়ারের বলে নক করে কাটিয়েছেন, পরে ব্যাট চালানোর গতি বাড়িয়েছেন।

প্রায় দেড় ঘণ্টারও বেশি সময়ের ব্যাটিং অনুশীলনে নেট বদল করে শুরুতে থ্রোয়ার, পরে স্পিনার ও শেষে পেসারদের বল খেলেছেন সাকিব।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত