Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

রাওয়ালপিন্ডিতে আগে ভাগেই লাঞ্চ

ট্রফি
[publishpress_authors_box]

ভেজা মাঠের কারণে যথাসময়ে বাংলাদেশ-পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হয়নি। দুবার আম্পায়াররা মাঠ প্রদক্ষীণ করেও সুসংবাদ দিতে ব্যর্থ হন। তাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ করার ঘোষণা দেন। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে লাঞ্চ ঘোষণা করেন আম্পায়াররা।

রাওয়ালপিন্ডি টেস্টের টস এখনও হয়নি। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে বৃষ্টি হচ্ছে। এর ধাক্কা পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টেও। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বুধবার ওয়ার্মআপের জন্য সকালে ক্রিকেটাররা মাঠে নামতে পারেননি। স্বাভাবিক ভাবে খেলা শুরু হতে পারেনি।  

ম্যাচ শুরুর কথা ছিল বাংলাদেশ সময় সকাল ১১টায়। কিন্তু ১০টার দিকেই জানা যায় আউটফিল্ড ভেজা থাকায় টস দেরিতে হচ্ছে। আম্পায়াররা ১১টায় মাঠ পরীক্ষা করতে এসে আরও ১ ঘন্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে ১২টার দিকে মাঠ দেখে সরাসরি লাঞ্চের ঘোষণা দেন ।

বৃষ্টির কারণে এর আগে পাকিস্তান “এ” দলের বিপক্ষে বাংলাদেশ “এ” দলের ম্যাচও বিঘ্নিত হয়। দুটি চারদিনের ম্যাচের প্রথমটিতে মাত্র দুইদিন খেলা হয়েছিল। মঙ্গলবার থেকে শুরু হওয়া দ্বিতীয় চারদিনের ম্যাচও বৃস্টির কারণে বিঘ্নিত হয়।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত