Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

কানাডা লিগে খেলা হলো না রিশাদের

রিশাদ
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স রিশাদ হোসেনকে দারুণ সুযোগ এনে দেয়। প্রথমবার দেশের বাইরের কোন টি-টোয়েন্টি লিগে খেলার সম্ভাবনা তৈরি হয় তার। ডাক পেয়েছিলেন কানাডা লিগের দল টরন্টো ন্যাশনালস। কিন্তু ভিসা জটিলতায় লিগটিতে খেলতে যাওয়া হলো না রিশাদের।

বিশ্বকাপে বাংলাদেশী লেগ স্পিনার হিসেবে চমক উপহার দিয়েছেন এই তরুণ। ২১ বছর বয়সী এই লেগী নিয়েছেন ৭ ম্যাচে ১৪ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ছিলেন পঞ্চম অবস্থানে। যা বিশ্বকাপে কোন বাংলাদেশি বোলারের সর্বোচ্চ সাফল্য। এই সাফল্যই রিশাদকে কানাডা লিগে খেলার সুযোগ করে দেয়। কিন্তু দুর্ভাগ্য নতুন অভিজ্ঞতা নেওয়া হলো না তার।

তাতে বসে থাকার কিছু নেই রিশাদের। ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছে গেছেন জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে। খেলবেন ২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন দিনের ম্যাচেও।  

চট্টগ্রামের ক্যাম্প ছেড়ে অস্ট্রেলিয়া যাওয়ার অপেক্ষায় আছেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটওয়ারী, ওয়াসি সিদ্দিকি, জিসান আলম, আবু হায়দার রনিরা। আগামীকাল উড়াল দিয়ে অস্ট্রেলিয়ায় সফররত এইচপি দলের হয়ে সাদা বলের সিরিজে খেলবেন এই ক্রিকেটাররা।

লম্বা ফরম্যাটের দুই ম্যাচ শেষে দেশে ফিরবেন টেস্ট দলের দুই ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় সহ শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা ও হাসান মুরাদ।

৬ আগস্ট “এ” দলের হয়ে পাকিস্তান সফরের জায়গা হতে পারে এই ক্রিকেটারদের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত