সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পাহাড়ি সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য।
মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথবাহিনীর অভিযানে রুমা উপজেলা দুর্গম এলাকা থেকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ নয়জন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।”
চলতি মাসের ২ ও ৩ তারিখ বান্দরবানের রুমা ও থানচিতে দুটি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এর মধ্যে ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং স্থানীয়রা এ ঘটনার জন্য কেএনএফকে দায়ী করে আসছে।
হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে বাংলাদেশ সেনাবাহিনী।
রুমা-থানচির এ ঘটনায় গ্রেপ্তার ৬৩ জনকে এরই মধ্যে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, যার মধ্যে ৬২ জনই কেএনএফ সদস্য।