চলচ্চিত্র ‘তুফান’-এর পর দেশের বড়পর্দায় আসছে শাকিব খানের নতুন ছবি ‘দরদ’। পরিচালক অনন্য মামুনের ইচ্ছে ছিল পূজার উৎসবেই ঘটা করে ছবিটি মুক্তি দিবেন। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে স্থবির হয়ে পড়েছিল সেন্সরবোর্ড।
নাম বদলে সেন্সরবোর্ড এখন সার্টিফিকেশন বোর্ড নামে সক্রিয় হয়েছে। চলচ্চিত্র মুক্তির সনদও পেয়ে গেছেন নির্মাতা। এবার মুক্তির পালা।
মঙ্গলবার দরদ- এর টিজারে ধরা পড়লো শাকিব খানের নতুন লুক আর গল্পের সামান্য স্বাদ। সঙ্গে জানা গেল কবে মুক্তি পাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চলচ্চিত্রটি। টিজারেই নির্মাতা জানিয়েছেন সে খবর। আসছে ১৫ নভেম্বর দেশে-বিদেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে দরদ।
এর আগে সকাল সন্ধ্যাকে অনন্য মামুন বলেছিলেন, “দরদ নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রচার-প্রচারণা চালাতে চাই। শুধু দেশেই নয় দেশের বাইরে পাঁচটি দেশের ছাড়পত্র আমাদের নেয়া হয়ে গেছে।”
দেশেও এখন আর মুক্তিতে বাধা নেই দরদ- এর। তাইতো ঘটা করে এল টিজার। শাকিব ভক্তদের মাঝে তাই আনন্দের বন্যা বইছে। টিজার মুক্তির সাত ঘণ্টায় শুধু শাকিবের ফেইসবুক পোস্টেই দেড় লাখ মানুষ এটি উপভোগ করেছেন। মন্তব্যে প্রশংসায় ভাসিয়েছেন বারো হাজারেও বেশি মানুষ।
দেড় মিনিটের টিজারে শাকিবের সঙ্গে রোমান্টিক দৃশ্যে নজর কেড়েছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। রোমান্টিক সাইকো থ্রিলার হিসেবে চলচ্চিত্রটির চরিত্র উন্মোচিত হয়েছে টিজারে। স্ত্রী ভক্ত এক প্রতিশোধ পরায়ন খুনি চরিত্র ‘দুলু মিয়া’-কে দেখা গেছে শাকিব খানের দুর্দান্ত অভিনয়ে।
শাকিব-সোনাল ছাড়া চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।